মেট্রো সিটিগুলোতে বর্তমানে অনেকেই ক্যাশ টাকা সঙ্গে রাখেন না। UPI-এর হাত ধরে এই পরিবর্তন এসেছে। কারণ আপনার কাছে স্মার্টফোন থাকলে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই পেমেন্ট গেটওয়ে সংযুক্ত করে নেওয়া যায়। তারপরে কাছে ক্যাশ টাকা না থাকলেও গাড়ির ভাড়া দেওয়া হোক বা কোথাও কিছু কিনে খাওয়া, সবই মুহূর্তের মধ্যে হয়ে যায়।
ভারতীয় অর্থনীতিতে UPI Payment System এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তবে এতদিন ধরে ইউপিআই পেমেন্টের যে ধারা দেখা গিয়েছে এবার তা আমূল বদলে যেতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হাত ধরে। এর ফলে আপনার কাছে স্মার্টফোন না থাকলেও এবার ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন!
দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে PNB IVR based UPI solution নিয়ে এসেছে। এর ফলে UPI 123PAY পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ফিচার ফোনের সাহায্যেও UPI পেমেন্ট করা যাবে! এতদিন স্মার্টফোন থাকলে তবেই ইউপিআই পেমেন্ট ব্যবস্থার সুফল নেওয়া যেত। কিন্তু দেশের অসংখ্য ফিচার ফোন ইউজারদের কথা মাথায় রেখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাক এই বিশেষ সুবিধে নিয়ে এল।
UPI 123PAY কী?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই নতুন প্রযুক্তি বিনা ইন্টারনেটে কাজ করবে বা যে সকল এলাকায় ইন্টারনেট পরিষেবা খারাপ সেখানেও UPI পেমেন্ট করতে অসুবিধে হবে না। ফিচার ফোন মানে পুরনো বোতাম টেপা যে ফোন আছে এই প্রযুক্তির সাহায্যে সেই ফোন দিয়েও বিনা ইন্টারনেটে এবার ইউপিআই পেমেন্ট করা যাবে। স্মার্টফোন থাকলে যেভাবে যেকোনও দোকান বা ব্যক্তিকে ইউপিআই পেমেন্ট করতে পারেন, ফিচার ফোনের সাহায্যে ঠিক তেমনটাই করা সম্ভব হবে।
UPI 123PAY পেমেন্ট সিস্টেম নিয়ে আসার কারন
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বেশিরভাগ মানুষ গ্রাম এবং ছোট শহরগুলিতে বসবাস করে। সেখানে যেমন ইন্টারনেট পরিষেবা দুর্বল থাকে তেমনই এইসব এলাকার গরিব মানুষ শহরের মতো ততটাও স্মার্টফোন ব্যবহার করতে পারে না। ফলে ২০২৫ সালের মধ্যে ভারতের পেমেন্ট ব্যবস্থাকে সার্বিকভাবে ডিজিটাল করে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও গ্রামাঞ্চলে সহজ প্রযুক্তির অভাবে সেই লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে থাকতে হচ্ছে।
ফিচার বোতাম ওয়ালা ফোনের অধিকারীরাও যাতে ইউপিআই পেমেন্ট করতে পারে এবং গ্রামাঞ্চলের দুর্বল ইন্টারনেট সংযোগ যাতে বাধা না হয়ে দাঁড়ায় এর জন্যই তারা UPI 123PAY পেমেন্ট প্রক্রিয়া নিয়ে এসেছে বলে জানিয়েছে পিএনবি (PNB)। সেই সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বেশিরভাগ শাখাই গ্রামাঞ্চল এবং ছোট শহরে। সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নিয়ে আসা হয়েছে।
কারা কারা UPI 123PAY পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবে?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের গ্রাহক না হলেও যে কোনও মানুষ UPI 123PAY সিস্টেম ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য অন্য কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
কীভাবে UPI 123PAY ব্যবহার করবেন?
- UPI 123PAY ব্যবহার করার জন্য 9188-123-123 এই নম্বরে ফোন করতে হবে।
- তারপর গ্রাহক বা বেনিফিশিয়ারিকে নির্বাচন করতে হবে।
- লেনদেনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ট্রানজাকশনকে অথেন্টিকেট করুন।
- ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় UPI 123PAY পরিষেবা ব্যবহার করতে পারবেন।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 আধার কার্ড ধারকদের জন্য বড় খবর
👉 প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না হলে এই ২১ টি সুবিধা আর পাওয়া যাবে না
👉 লেবার কার্ডের জন্য ঘরে বসেই আবেদন করুন
👉 ট্রেনে জলের বোতল, রুমাল দিয়ে সিট ধরলেই বিপদ! নতুন নিয়ম