WhatsApp Group Join Now

বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) যে সময় সীমা বেঁধে দিয়েছে তা শেষ হতে আর মাত্র কয়েকদিন দিন বাকি আছে। আগামী ১৪ জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ পাবেন ভারতীয় নাগরিকরা।

কিন্তু তার মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি না সারলে ১৫ জুন থেকে টাকা খরচ করে আধার কার্ড আপডেট করতে হবে। এর জন্য কমপক্ষে ৫০ টাকা করে চার্জ নেবে UIDAI. তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট না করলে পরবর্তীতে নানান সমস্যা দেখা দিতে পারে।

এমনকি আপনার আধার কার্ড লক পর্যন্ত হয়ে যেতে পারে। ফলে এই শেষ মুহূর্তে এসে অনেকেই আধার কার্ড আপডেট করার জন্য তৎপর হয়ে উঠেছেন‌। কিন্তু এমন সময়‌ই এক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করল UIDAI কর্তৃপক্ষ। কোন ক্ষেত্রে কতবার আধার কার্ড আপডেট করা যাবে তা জানিয়ে দিলেন তাঁরা।

আধার কার্ড তৈরির সময় অনেক ক্ষেত্রেই তাড়াহুড়োয় নামের বানান বা জন্ম তারিখ ভুল লিখে ফেলা হয়। অভিভাবকের নামের বানানেও ভুল নজরে পড়ে বেশ কিছু ক্ষেত্রে। তাছাড়া বিভিন্ন কারণে সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানা পরিবর্তন হয়ে থাকতে পারে। আধার কার্ড আপডেট এর মাধ্যমে এই বিষয়গুলোই ঠিক করে নেওয়ার সুযোগ থাকে‌। বিশেষ করে নামের বানান ও জন্মতারিখ ঠিক না করলে বিভিন্ন সরকারি পরিষেবা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কারণ আধার কার্ডে থাকা নামের বানান এবং প্যান কার্ডে থাকা নামের বানান এক না হলে ব্যাঙৃকিং সংক্রান্ত কোনও কাজ করা সম্ভব নয়।

এইসব দিক বিচার বিবেচনা করেই UIDAI কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের সুযোগ দিয়েছে। আধার কার্ড আপডেট যে এই প্রথম হচ্ছে তা নয়। এটি সারা বছর জুড়ে করা যায়। কিন্তু দেশের নাগরিকরা যাতে বিনামূল্যেই এই জরুরি পরিষেবার সুবিধে পেতে পারেন তার জন্য গত ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে এই আধার কার্ড আপডেটের সুযোগ দেওয়া হয়েছে

কতবার আধার কার্ড আপডেট করতে পারবেন?

WhatsApp Group Join Now

আধার কার্ড আপডেটের বিষয়টি একটু অন্যরকম। আপনি কতবার সামগ্রিক আধার কার্ড আপডেট করলেন তা নয়, বরং নির্দিষ্ট বিষয়ভিত্তিক আপডেটের সীমা নির্ধারণ করে দিয়েছে UIDAI কর্তৃপক্ষ

জন্ম তারিখ আপডেট:

আধার কার্ডের জন্ম তারিখে ভুল থাকলে তা আপডেট করে ঠিক করা যায়। কিন্তু এই সুযোগ একবারই মাত্র পাওয়া সম্ভব।

লিঙ্গ পরিচয় আপডেট:

আধার কার্ডে লিঙ্গ পরিচয় আপডেটের সুযোগ একবার মাত্র দেওয়া হয়। অর্থাৎ রূপান্তরকামীরা চাইলে একবার নিজের লিঙ্গ পরিচয় পরিবর্তন করতে পারেন। কিন্তু পরবর্তীতে আর সেই সুযোগ পাবেন না। আবার কারোর আধার কার্ডের লিঙ্গ পরিচয় ভুল দেওয়া থাকলে সেটাও তিনি সংশোধন করে নেওয়ার সুযোগ একবারই পাবেন।

ঠিকানা আপডেট:

আধার কার্ডে ঠিকানা পরিবর্তন বা আপডেটের সুযোগ দু’বার পাওয়া যায়। কিন্তু কোন‌ও ব্যক্তি যদি ভাবেন বারবার ঠিকানা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে প্রতিবারই তা আধারে আপডেট করবেন তার উপায় নেই। তাই বিশেষজ্ঞরা বলে থাকেন, যেটি আপনার স্থায়ী ঠিকানা সেটাই আধার কার্ডে ব্যবহারের চেষ্টা করুন।

নামের বানান আপডেট:

নামের বানান পরিবর্তন বা নাম পরিবর্তন আধার কার্ডে যখন ইচ্ছে করা যায় না। নিয়ম মেনে নির্দিষ্ট সংখ্যক বার‌ই এই সুযোগ পান কোন‌ও একজন আধার কার্ড হোল্ডার।

এইসব ক্ষেত্রে মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে তবেই একমাত্র আপডেট করা সম্ভব। কারণ আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি দিলে তবেই আপডেটের কাজ সম্পূর্ণ হবে।

আধার কার্ড আপডেট এর পদ্ধতি

আধার কার্ড আপডেটের এই কাজটা বাড়িতে বসেই করতে পারবেন, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। কীভাবে সেই কাজ করবেন দেখুন-

(1) প্রথমে আপনাকে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 

(2) এরপর সেখানে গিয়ে Aadhaar নম্বরটি দিতে হবে। এর পরের ধাপে OTP ভেরিফিকেশনের জন্য লগইন করতে হবে।

(3) এবার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করবেন। সেখানে আপনার আইডি প্রুফ ও অ্যাড্রেস প্রুফের কপি আপলোড করুন। এটা যদি ঠিকঠাকভাবে হয় তবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।

এই ধাপটা সঠিকভাবে করে ফেলতে পারলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে। 

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ৩ মাস ধরে ফ্রিতে চলছে আধার কার্ডের এই কাজ! আর ৫ দিন চলবে

👉 পাসপোর্ট ছাড়াই ঘুরে আসুন এই সমস্ত দেশ, আধার কার্ড দিয়েই

👉 ট্রেনে এই সময়ের মধ্যে টিটি আপনাকে ডিসটার্ব করতে পারে না

👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *