যদি আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান এবং আপনার এখনও পর্যন্ত কোনো বৈধ পাসপোর্ট না থাকে, তাহলেও চিন্তা করার কোনো দরকার নেই। ভাবছেন, কেন? আসলে এবার থেকে কেবলমাত্র আধার কার্ড থাকলেই পৃথিবীর বেশ কিছু দেশে ভ্রমণ করতে পারবেন দেশবাসী। এক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট না-ও থাকে, তাহলেও কুছ পরোয়া নেই! আপনি নিজের আধার দিয়েই স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন।
এমন অনেকেই আছেন, যাদের বিদেশ ভ্রমণের ইচ্ছা আছে কিন্তু পাসপোর্ট নেই। তাই বলে কি ঘুরে বেড়ানো বন্ধ থাকবে? একদম না! কারণ এমন কয়েকটি দেশ আছে, যেখানে যেতে গেলে পাসপোর্টের প্রয়োজন হয় না। সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করেই ঘোরা সম্ভব এই জায়গাগুলোতে।
তবে একটা মাত্র শর্ত রয়েছে। আপনার বয়স হতে হবে 15 এর কম অথবা 65 বছরের বেশি। বয়সের শর্ত পূরণ করে ফেললেই বিনা পাসপোর্টে ভ্রমণ করা সম্ভব ভুটান এবং নেপালে। হ্যাঁ, ভারতের প্রতিবেশী এই দেশ দুটিতে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করা যায়। আসুন, জেনে নিই বিস্তারিত।
ভুটান ভ্রমণ
ভুটান নদী, ঝরণা,পাহাড়ের সমাহারে ভরা একটা দেশ। প্রকৃতি এখানে বড় মনমুগ্ধকর। তবে এখানে বেড়াতে এলেও কেবলমাত্র আধার কার্ড থাকলেই হবে। এমনকি স্রেফ ভোটার কার্ডেও ভুটান ভ্রমণ সম্ভব। রাজ্যের উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে গাড়িতে করেই ভুটান যাওয়া যায়। এছাড়াও বিমানপথ তো রয়েইছে।
নেপাল ভ্রমণ
নেপাল ভারতের একেবারে পাশেই অবস্থিত। ভারতের সমস্ত প্রধান বিমানবন্দগুলো থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার ফ্লাইট পরিষেবা রয়েছে। নেপালে ঘুরতে যাওয়ার জন্য কোনো পাসপোর্ট, ভিসার প্রয়োজন নেই। নেপাল সরকারের নিয়ম অনুযায়ী, ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে এমন কোনো নথি থাকলেই নেপাল ভ্রমণ সম্ভব।
এক্ষেত্রে আধার যে দেশবাসীর অন্যতম প্রধান পরিচয়পত্র, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। অতঃপর, আধার কার্ড ব্যাগে ঢুকিয়েই নেপাল ভ্রমণের জন্য বেড়িয়ে পড়তে পারেন।
কেবলমাত্র আধার দিয়েই ভুটান এবং নেপাল ভ্রমণ যে করা সম্ভব, তা নিশ্চয় বুঝে গেছেন এতক্ষণে। তবে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি আরও 58 টি দেশে ভ্রমণ করতে পারবেন। এই দেশগুলোতে যাওয়ার জন্য ভারতীয়দের কোনো ভিসার প্রয়োজন হয় না। কেবলমাত্র পাসপোর্টের সাহায্যেই যাওয়া যায়।
এই 58 টা দেশের মধ্যে রয়েছে মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ম্যাকাও, ভুটান, কম্বোডিয়া, নেপাল, কেনিয়া, মায়ানমার, কাতার, উগান্ডা, ইরান, সেশেলস এবং জিম্বাবোয়ে সহ আরও অনেকগুলো দেশ। মূলত আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতেই ভিসা ছাড়া ভারতীয়দের ভ্রমণের সুবিধা দেওয়া হয়। তাহলে একবার 58 টা দেশের লম্বা লিস্ট থেকে নিজের পছন্দ মত একটা দেশে বেড়িয়েই আসুন না!
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI
👉 প্রাইমারির ৩২ হাজার জনের চাকরি বাতিল নিয়ে গুরুত্বপূর্ন রায় দিল আদালত
👉 এই জুন মাসের ১০ তারিখ থেকে আরো ১০০০ টাকা পাবেন মহিলারা
👉 স্কুল খোলার পরেই শিক্ষকদের জন্য বাড়তি কাজ, জারি নির্দেশিকা