WhatsApp Group Join Now

1/9: হাতে আর মাত্র ৫ টা দিন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। মাত্র ৫ দিন আছে আপনার কাছে। সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ড (Aadhaar Card) এর এই কাজ করার সুযোগ, এরপরই শেষ হয়ে যাচ্ছে। এই সময়সীমার মধ্যে আপডেট না করলে এবার আপনাকে টাকা খরচ করে প্রয়োজনীয় এই কাজটি করতে হবে।

2/9: এমনকি জরিমানাও গুণতে হতে পারে। এই বিষয়ে ভারত সরকারের দেওয়া তিন মাসের সময়সীমা আগামী ১৪ জুন শেষ হচ্ছে। ওই দিনের মধ্যে আপনার পুরানো আধার কার্ড আপডেট না করলে ১৫ জুন থেকে টাকা দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে।

3/9: প্যান-আধার লিঙ্ক, রেশন কার্ড-আধার নম্বর লিঙ্ক, ভোটার আইডি-আধার লিঙ্কের মতো কাজ চলছে। সবগুলোরই ডেড লাইন ক্রমশ এগিয়ে আসছে। এর মধ্যে আধার কার্ড নিয়ে আলাদা করে আরেকটি আপডেটের নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র।

4/9: গত ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। এর মধ্যে পুরনো আধার কার্ড আপডেট করে নেওয়াটাই ভালো। কারণ একদিকে যেমন এই সময় সীমার মধ্যে আপডেট করলে আপনাকে কোন‌ও টাকা খরচ করতে হবে না তেমনই এর পরবর্তী পর্যায়ে আধার আপডেট না থাকার জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে।

5/9: ভারতবাসীর প্রধান পরিচয়পত্র এখন আধার কার্ড। সমস্ত কাজেই আধার কার্ডের প্রয়োজন হয়। এটি ছাড়া এদেশের নাগরিকদের কোন‌ও কাজ করাই বর্তমানে আর সম্ভব হচ্ছে না। সেই আধার কার্ড আপডেট করা নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে UIDAI কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ১০ বছরের পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে। না হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

6/9: UIDAI এর জন্য গত ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত এক বিশেষ সুযোগ দিচ্ছে‌‌। এই সময়কালের মধ্যে আপনার পুরনো আধার কার্ড আপডেট করে ফেলতে হবে। এক্ষেত্রে কোনও অর্থ খরচ করতে হবে না। কিন্তু ১৪ জুনের মধ্যে আধার কার্ড আপডেট না করলে দরকারের সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এমনকি আপনার আধার কার্ড বাতিল হয়ে যেতেও পারে। ১৪ জুনের সময়সীমা পেরিয়ে গেলে আধার কার্ড আপডেটের জন্য ৫০ টাকা করে ফি দিতে হবে।

WhatsApp Group Join Now

7/9: এই দেশের একটা বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন। বিশেষ করে প্রথম যখন আধার কার্ড বিষয়টি চালু হয় জনসংখ্যার একটা বড় অংশ তখনই আধার কার্ড তৈরি করে। কিন্তু এতদিনে সেই তাঁদের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক স্যাম্পেল ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে।

8/9: আর সেই কারণেই আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এই এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্য‌ই অকেজো হয়ে পড়বে। তাই UIDAI ঠিক করেছে ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে।

9/9: কীভাবে আধার কার্ড আপডেট করবেন?

  • আধার কার্ড আপডেটের এই কাজটা বাড়িতে বসেই করতে পারবেন, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। কীভাবে সেই কাজ করবেন দেখুন-
  • প্রথমে আপনাকে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর সেখানে গিয়ে Aadhaar নম্বরটি দিতে হবে। এর পরের ধাপে OTP ভেরিফিকেশনের জন্য লগইন করতে হবে।
  • এবার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করবেন। সেখানে আপনার আইডি প্রুফ ও অ্যাড্রেস প্রুফের কপি আপলোড করুন। এটা যদি ঠিকঠাকভাবে হয় তবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।

এই ধাপটা সঠিকভাবে করে ফেলতে পারলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে। এর পাশাপাশি মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার প্রক্রিয়াও এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 রাজ্য সরকারের এই প্রকল্পে 5000 টাকা দেওয়া হচ্ছে

👉 জুন মাসের মধ্যেই এই 4 টি কাজ করে ফেলতে হবে

👉 রাজ্যের কল্যাণী AIIMS-এ SR পদে চাকরি

👉 রাজ্যের SC, ST, OBC-দের জন্য ফ্রিতে কর্মসংস্থানের জন্য ট্রেনিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *