WhatsApp Group Join Now

আগামী 1 জুলাই থেকে দক্ষিনের এই রাজ্যের সমস্ত ভাড়াটেদের 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। রাজ্যের বাসিন্দাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড়ো সুখবর! এর ফলে বিদ্যুতের বিল বেশ খানিকটা কম দিতে হবে রাজ্যবাসীকে।

তবে এই নিয়ম কেবলমাত্র কর্ণাটকের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, গত মঙ্গলবার জানান, পয়লা জুলাই থেকেই কর্ণাটকের ভাড়াটেদের ‘গৃহ জ্যোতি’ প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

গৃহ জ্যোতি স্কিম (Gruha Jyothi Yojana)

কর্নাটকের কংগ্রেস সরকারের তরফে গৃহ জ্যোতি স্কিমের অধীনে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে রাজ্যের সমস্ত ভাড়াটে বাসিন্দাদের। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সংবাদমাধ্যমে বলেন, “যারা ভাড়ায় বসবাস করছেন তাদেরও আমরা বিনামূল্যে বিদ্যুৎ (200 ইউনিট) দেব। যারা 200 ইউনিটের কম খরচ করবে তাদের কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না।”

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, এই প্রকল্পটি কোনো রকম বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না

প্রসঙ্গত, 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস, কর্ণাটক বাসীকে যে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে একটি হল এই ‘গৃহ জ্যোতি’ প্রকল্প। আগামী মাসের 1 তারিখ থেকেই এই প্রকল্পের সূচনা হতে চলেছে। কংগ্রেস সরকার, তাদের প্রতিশ্রুতি মত নানান প্রকল্প শুরু করার পাশাপাশি একহাত নিয়েছে বিজেপি সরকারকেও।

কংগ্রেস সরকার কর্ণাটকে বিদ্যুতের হার ইউনিট প্রতি 2.89 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ জানাচ্ছে। এই প্রসঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে বলেন, ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে বিজেপি প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আসলে বিজেপি, ভোটের আগে দেওয়া কোনও প্রতিশ্রুতি তো পূরণ করেইনি বরং উল্টে শুধুমাত্র কর্ণাটকে লুট করেছে! তাই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করার কোন নৈতিক অধিকার নেই বিজেপির।

WhatsApp Group Join Now

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভোটের আগে বিজেপি দাবি করেছিল, 10 ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ, কৃষি ঋণ মকুব এবং সেচের জন্য 1.5 লক্ষ কোটি টাকা খরচ করা হবে। কিন্তু বিজেপির তরফে এর একটি প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ৩ মাস ধরে ফ্রিতে চলছে আধার কার্ডের এই কাজ! আর ৫ দিন চলবে

👉 পাসপোর্ট ছাড়াই আধার কার্ড দিয়ে ঘুরে আসুন এই সমস্ত দেশ

👉 ট্রেনে এই সময়ের মধ্যে টিটি কাউকে ডিসটার্ব করতে পারে না

👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *