WhatsApp Group Join Now

ট্রেনে করে ভ্রমণ যেমন আরামদায়ক, তেমনই সাশ্রয়ী। এই কারণেই আজও দেশের জনসংখ্যার একটি বড় অংশ যাতায়াতের মাধ্যম হিসেবে কেবলমাত্র ট্রেন ব্যবহার করে। ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়ের তরফে বিভিন্ন নিয়মের প্রচলন করা হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি নিয়মের ব্যাপারে জানব যাতে আমাদের ট্রেন যাত্রা আরও আরামদায়ক হয়ে ওঠে।

ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের ঘুমানোর জন্য রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে বেলা ৬ টার পরে মাঝের বার্থের যাত্রীদের, বার্থটি খুলে দিতে হবে যাতে বাকি যাত্রীরা বসে ভ্রমণ করতে পারে। ঘুমানোর সময় অর্থাৎ, রাত ১০ টা থেকে ৬ টা পর্যন্ত ভ্রমণের সময় যাত্রীদের উচ্চস্বরে গান শোনা এবং উচ্চস্বরে কথা বলাও নিষেধ।

দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে, সাধারণত যাত্রীদের ট্রেনেই রাত কাটাতে হয়। এমতাবস্থায়, অনেক সময় মধ্য রাতে টিটিইর খোঁচা খেতে হয়! যখন যাত্রীরা রাতে ঘুমিয়ে থাকেন এবং টিটিই তাদের টিকিট চেক করতে আসেন, তখন ঘুমের ব্যাঘাত ঘটে বই কী! তবে রেলের নিয়ম অনুসারে, এবার থেকে টিটিই আপনাকে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত টিকিট চেক করার জন্য জাগিয়ে তুলতে পারবেন না

কাদের জন্য এই নিয়ম? 

তবে এই নিয়মটি শর্তসাপেক্ষ। মানে, এই নিয়মটি কেবলমাত্র মিডল বার্থে যেসব যাত্রী যাত্রা করছেন, তাঁদের জন্য। অর্থাৎ, ভারতীয় রেলের নিয়ম বলছে, টিকিট পরীক্ষকরা মিডল বার্থের যাত্রীদের ঘুম থেকে তুলে টিকিট দেখতে পারবেন না। তবে অন্যান্য বার্থের যাত্রীদের ক্ষেত্রে নিয়মটা হয়ত সমানভাবে কার্যকরী হবে না।
আবার, যদি যাত্রীদের যাত্রা শুরু হয় রাত ১০টায়, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

এছাড়াও অনেক সময় তাড়াহুড়োতে টিকিট না কেটেই উঠে পড়তে হয় যাত্রীদের। এক্ষেত্রেও রেলওয়ের একটি নিয়ম রয়েছে। যদি আপনার টিকিট কাটার সময় না থাকে, তাহলে আপনি প্ল্যাটফর্ম টিকিট কিনেই ট্রেনে উঠতে পারেন। পরে অবশ্য, টিটিইর কাছ থেকে আপনাকে নিজের ট্রেন বোর্ডিং অর্থাৎ ধরার স্টেশন থেকে গন্তব্য স্টেশনের জন্য একটা টিকিট করিয়ে নিতে হবে। এর ফলে দাম খানিকটা বেশি লাগলেও, যাত্রা হবে সুখকর।

WhatsApp Group Join Now

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

👉 প্রাইমারির ৩২ হাজার জনের চাকরি বাতিল নিয়ে গুরুত্বপূর্ন রায় দিল আদালত

👉 এই গুরুত্বপূর্ন কাজটি না করলে পিএম কিষানের টাকা আর পাবেন না

👉 টেট পরীক্ষায় নতুন নিয়ম, কম নম্বর পাওয়াদের সুবিধা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *