1/7: দেড় মাস পর বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন আবার খুলে গেল রাজ্যের স্কুলগুলো। তীব্র গরমের কারণে এই বছর গরমের ছুটি এগিয়ে আনে সরকার। ২৮ মে থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও আবহাওয়া ভয়ঙ্কর হয়ে ওঠায় ২ মে থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হয় বাংলার স্কুল-কলেজে।
2/7: মাঝে শোনা গিয়েছিল ৫ জুন থেকে রাজ্যের স্কুল খুলবে। কিন্তু আবহাওয়া দফতর ফের তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়ায় স্কুল খোলা আরও ১০ দিন পিছিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই ১৫ জুন থেকে ফের পঠন-পাঠন শুরু হল রাজ্যের স্কুলগুলোতে।
3/7: বৃহস্পতিবার স্কুল খুলে গেলেও আবহাওয়ার এখনও উন্নতি ঘটেনি সর্বত্র। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। সেখানে বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা আগের মতই সঙ্কটজনক। সময় হয়ে গেলেও এখনও বর্ষা প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। এমনকি প্রাক বর্ষা বৃষ্টিও হচ্ছে না সেভাবে।
4/7: তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেইসঙ্গে ভয়াবহ আদ্রতার জেরে প্রচন্ড কষ্ট পাচ্ছে মানুষ। এই অবস্থায় স্কুল খুললেও সকল পড়ুয়াকে অভিভাবকরা এই মুহূর্তে বিদ্যালয়ে পাঠাবেন কিনা তা নিয়ে সংশয় আছে। তবে দেড় মাস ছুটি থাকার পর স্কুল খোলায় ব্যস্ততার শেষ নেই শিক্ষক-শিক্ষিকাদের।
5/7: দীর্ঘ গরমের ছুটির জেরে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যে ব্যাঘাত ঘটেছে তা আর বলতে হবে না। বিষয়টা সম্বন্ধে শিক্ষা দফতরও ওয়াকিবহাল। গত বছরও প্রচন্ড গরমের জন্য গ্রীষ্মের ছুটির সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছিল সরকার। এই বছরও একই পরিস্থিতি দেখা দিল। কিন্তু এই দীর্ঘ ছুটির ফলে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কিভাবে সামলানো হবে সেটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এই অবস্থায় ছুটির ক্ষতি সামলে ছেলেমেয়েদের পড়াশোনা কোন পথে হবে তার রূপরেখা তৈরি করে দিল শিক্ষা দফতর।
6/7: প্রতিটি স্কুলকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের পড়াশোনার এই ক্ষতি সামাল দিতে হবে। পরীক্ষা নির্দিষ্ট সময়েই হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। তবে সিলেবাস বাকি রেখে পরীক্ষায় যাওয়া চলবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষা দফতর জানিয়েছে, সিলেবাস শেষ করেই পরীক্ষায় যেতে হবে প্রতিটি স্কুলকে। তার জন্য অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে মনিটরিং করতে হবে শিক্ষকদের।
7/7: অতিরিক্ত ক্লাসের নির্দেশিকার পাশাপাশি পড়ুয়াদের কথা ভেবে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বেশ কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। সেগুলি হল-
(1) দীর্ঘ ছুটির পর স্কুল খোলায় হুটহাট ছুটি নিতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। এই একই নিয়ম খাটছে শিক্ষা কর্মীদের জন্যও। কোনও কারণে ছুটি নেওয়ার প্রয়োজন পড়লে প্রধান শিক্ষকের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।
(2) কীভাবে স্কুলের পড়ুয়াদের ছুটির ফলে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা সামাল দেওয়া যাবে সেটা নিয়ে প্রতিটি স্কুলকে আলাদা করে ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। সেই ব্লুপ্রিন্ট মেনেই স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী কাজ করবেন।
(3) স্কুলের টিফিন ব্রেকে এবার থেকে টিফিন খাওয়া ছাড়া শিক্ষকরা আর অন্য কোনও কিছু করতে পারবেন না। মনে করলে কোনও পড়ুয়াকে সেই সময় পড়াশোনা দেখিয়ে দেওয়া যাবে, কিন্তু নিজেদের বৈঠক বা স্কুলের বাইরে বেরিয়ে যাওয়া চলবে না।
(4) স্কুল খোলার প্রথম দিন থেকেই আবার রান্না করা খাবার অর্থাৎ মিড ডে মিল দিতে হবে পড়ুয়াদের।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 লেবার কার্ডের জন্য ঘরে বসেই আবেদন করুন
👉 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালু করল সকলের জন্য নতুন সুবিধা
👉 রেশন তুলতে আর আঙুলের ছাপ লাগবে না, নতুন নিয়ম দেখুন
👉 1000 টাকার নোট ফের বাজারে আসতে চলেছে?