1/8: অবশেষে খুলতে চলেছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তথা বিভিন্ন স্কুল-কলেজ। গত 2 মে থেকে স্কুল , কলেজগুলিতে গরমের ছুটি চলছিল। হিসেব মত প্রায় দেড় মাস পরে ফের খুলতে চলেছে স্কুল। এর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা।
2/8: পর্ষদের তরফে প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে প্রতিটি জেলার শিক্ষা আধিকারিক বা ডিআইরা, তাঁদের অধীনস্থ স্কুলগুলির প্রধান শিক্ষক, শিক্ষিকাদের পালন করার জন্য বেশ কিছু নির্দেশিকা পাঠিয়েছেন। এর মধ্যে উল্লেখ করা আছে, দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে স্কুল খোলার প্রথম দিনেই ঝাড়পোঁছ করে স্কুল পরিষ্কার করে ফেলতে হবে।
3/8: পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখার পাশাপাশি, শিক্ষক শিক্ষিকাদের মিড ডে মিল চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত শুক্রবার জেলা ভিত্তিক ডিআই এবং শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে পর্ষদের তরফে জারি করা নির্দেশ পালনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই সংক্রান্ত কথাবার্তা হয়।
4/8: এই সপ্তাহের ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল খুলে যেতে চলেছে। তাই সোমবার থেকেই আগাম প্রস্ততি শুরু করা হবে।
5/8: প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর গরমের ছুটি পড়ার কথা ছিল মে মাসের শেষ সপ্তাহে। কিন্তু এপ্রিলের শেষের দিকেই তীব্র গরমে জেরবার হতে হয় রাজ্য বাসীকে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার নির্দেশ দেন। সেই নির্দেশ মতই, গত 2 মে থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি দেওয়া হয়। তবে, ছুটির দিন ঘোষণা করা হলেও স্কুল কবে খুলবে, তা নিয়ে সংশয় ছিল।
6/8: অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে শিক্ষা দফতরের তরফে জানানো হয়, আগামী 15 জুন অবধি গরমের ছুটি থাকবে। তার পরের দিন, অর্থাৎ 16 জুন থেকে শুরু হয়ে যাবে স্কুলে পঠনপাঠনের কাজ।
7/8: এদিকে স্কুল চালু হওয়ার প্রথম দিন থেকেই যাতে পড়ুয়াদের কোনো সমস্যা না হয়, তার জন্য স্কুলগুলিকে পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে বলেছে শিক্ষা পর্ষদ। এর সাথে সাথে স্কুল শুরু হওয়ার দিন থেকেই যাতে মিড ডে মিলের বন্দোবস্ত করা হয়, সেই নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।
8/8: তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে একহাত নিয়েছে বিরোধী দলগুলি। এই প্রসঙ্গে বামপন্থী সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি নেতা স্বপন মণ্ডল প্রশ্ন তুলে বলেন, ‘‘গরমের ছুটির সময় রাজ্য সরকার মিড ডে মিল না দিয়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় করেছে। সেই বিপুল পরিমাণ অর্থ কি ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ হবে? তা নিয়ে আমরা প্রশ্ন তুলে, তার জবাব চাইছি।’’
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 ই-রুপি ভাউচার নিয়ে বিরাট ঘোষনা রিজার্ভ ব্যাঙ্কের
👉 ১ জুলাই থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, এই সমস্ত লোকেদের জন্য
👉 পাসপোর্ট ছাড়াই আধার কার্ড নিয়ে ঘুরে আসুন এই সমস্ত দেশ
👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI