wb hs result 2024 update
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক এক করে দেশের প্রত্যেকটি রাজ্য বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করছে। ভোটের আগেই পশ্চিমবঙ্গেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা রয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এই বছরের মে মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে পারে।

হিন্দুস্তান টাইমস ডিজিটাল সূত্রে জানা গিয়েছে, আগামী মাসে ফলাফল প্রকাশ হতে পারে। পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরে, প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, wbresults.nic.in এবং wbchse.wb.gov.in-এ গিয়ে ফলাফল চেক করতে পারবেন।

ঠিক কত তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে?

গত বছর মে মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু এ বছর কথা রয়েছে যে মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। তাই সূত্র বলছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফলাফল 26 এপ্রিল, 2024 এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট- wbresults.nic.in- এ ঘোষণা করতে পারে।

যদিও 26 শে এপ্রিল লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। তাই এদিনেও ফলাফল প্রকাশ হবে কিনা সঠিক বলা যাচ্ছে না। রাজ্য জুড়ে তৃতীয় দফার ভোট আছে 7 ই মে 2024। তাই আশা করা যাচ্ছে 27 এপ্রিল থেকে 5 মের মধ্যে রেজাল্ট বেরোবে, 28 এপ্রিল ররিবার বাদে।

Read More: রাজ্যের আদালতে গ্রুপ-D চাকরি! মাসে বেতন ১৭ হাজার টাকা, অষ্টম শ্রেনি পাশে চাকরি

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট

  • wbresults.nic.in
  • wbchse.nic.in
  • bengali.abplive.com
  • www.anandabazar.com
  • www.fastresult.in

উল্লেখ্য, যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তাঁরা পুনর্মূল্যায়ন বা পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন করতে পারেন৷ পরীক্ষার নম্বর যাচাইকরণের জন্য আবেদনপত্র পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের অবশ্যই প্রযোজ্য ফি দিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষার্থীদের অবশ্যই শেষ তারিখের আগে ওই ফি সহ যথাযথভাবে পূরণ করা ফর্ম সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। মনে রাখবেন, এইচএস ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ বোর্ড পুনর্মূল্যায়নের জন্য আবেদনের শেষ তারিখ প্রকাশ করবে। খুব সম্ভবত অগস্ট মাসে পশ্চিমবঙ্গ পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Read More: ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার ও এত ইউনিট ফ্রি বিদ্যুৎ! দেওয়ার কথা আগেই বলে দিয়েছে সরকার

গত বছর পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল 24 মে তারিখে প্রকাশিত হয়েছিল। মোট শিক্ষার্থীদের সাফল্যের শতাংশ ছিল 89.25 শতাংশ। 2023 সালে উচ্চ মাধ্যমিকে মোট 8,24,891 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল এবং এর মধ্যে 7,37,807 জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এবার সেই তুলনায়, এ বছর পাসের হার কেমন থাকে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *