WhatsApp Group Join Now

1/8: দীর্ঘ 43 দিনের গরমের ছুটির পরে অবশেষে গতকাল, অর্থাৎ 15 জুন থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে। স্কুল খুললেও রাজ্যে গরমের দাবদাহ না কমায় ছাত্রছাত্রীদের অবস্থা নাজেহাল। তাই ছাত্রছাত্রীদের কথা ভেবে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিল যাতে স্কুলে পঠনপাঠন সুষ্ঠভাবে হবে এবং শিক্ষার্থীদের গরমের কারনে সমস্যা কম হবে। 

2/8: আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছিল, রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বজ্র বিদ্যুতের সম্ভবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোন রকম ঝড়বৃষ্টির লক্ষণ দেখা যায় নি রাজ্যে। উল্টে আবহাওয়া দফতর জানিয়েছে, আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে এখন বেশ কয়েকদিন রাজ্যে অস্বস্তিকর গরম বজায় থাকবে

3/8: গত 2 মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়েছিলপ্রায় দেড় মাস পরে ফের ক্লাসরুম পঠনপাঠন শুরু হল স্কুলগুলোতে। তবে বর্তমানে বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকার কারণে মাত্রাতিরিক্ত ঘাম হওয়ার কারণে ছোট পড়ুয়ারা বেশি করে অসুস্থ হয়ে পড়ছে

4/8: এমন পরিস্থিতিতে, অভিভাবকেরা একপ্রকার বাধ্য হয়েই হাওড়া জেলার প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলে অনুরোধ জানিয়েছিলেন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।

5/8: এরপরেই হাওড়া জেলার প্রাথমিক এবং এই কাউন্সিলের অধীনে থাকা সমস্ত জুনিয়র প্রাইমারি স্কুলগুলিতে বদলে দেওয়া হচ্ছে ক্লাসের সময়। হাওড়ার স্কুলগুলিতে আজ থেকে “ডে সেশন” এর বদলে “মর্নিং সেশন” করা হচ্ছে

6/8: কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে মর্নিং স্কুল চালু হবার ফলে মিড ডে মিল কীভাবে দেওয়া হবে, তার উল্লেখও আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরমের কারণে এখন থেকে সকালে স্কুল বসলেও মিড ডে মিল নিয়ে কোন নতুন অর্ডার জারি করা হচ্ছে না। মিড ডে মিল আগের প্রচলিত নিয়ম মোতাবেক ই দেওয়া হবে পড়ুয়াদের। এই নিয়ম জারি হতে চলেছে আজ থেকেই।

WhatsApp Group Join Now

7/8: তবে এই নয়া নিয়মের ফলে, যে সকল প্রাথমিক স্কুলের সাথে হাই স্কুল যুক্ত রয়েছে, সেই সব স্কুলে সমস্যা দেখা দিয়েছে। প্রাইমারি এবং হাই স্কুল সংযুক্ত আছে এমন স্কুলগুলিতে সাধারণভাবেই প্রাথমিক বিভাগের পঠন পাঠন “মর্নিং সেশনে” হয়ে থাকে।

8/8: এই সমস্ত স্কুলগুলির ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে কাউন্সিল। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকদের স্বাস্থ্য আধিকারীকদের সাথে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কাউন্সিল।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালু করল নতুন সুবিধা

👉 500 টাকার নোট নিয়ে জল্পনার অবসান

👉 আধার আপডেট করার সময়সীমা বাড়ানো হলো

👉 আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

👉 গরমের ছুটির পর স্কুল খুলেই এই জরুরী নিয়ম জারি করল শিক্ষা দপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *