WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1/8: ব্যাঙ্কিং নিয়ম না মানার জন্য আবারও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেশের একটি একটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হল। এবার আরবিআইয়ের রোষানলে পড়ে কেরালার আদুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হল। তবে, ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল হলেও আদুর কো-অপারেটিভ ব্যাঙ্কটি নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি (NBFC) হিসেবে কাজ করতে পারবে বলেই জানিয়েছে আরবিআই। কি কারনে এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হল তা আজকে আমরা জানবো। 

2/8: রিজার্ভ ব্যাঙ্কের তরফে আদুর ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল চলতি বছরের 24 এপ্রিল তারিখে। ওই দিন থেকেই ব্যাঙ্কটির সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যাঙ্কটি বেশ পুরোনো। গুগলের সূত্র বলছে, 3 জানুয়ারি 1987 সালে এই ব্যাঙ্কের লাইসেন্স ইস্যু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। দীর্ঘ 36 বছর ধরে সচল থাকার পর এবার আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী বন্ধ করে দেওয়া হল ব্যাঙ্কের ঝাঁপ।

3/8: তবে কোনও ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলেই যে প্রশ্নটা সবার প্রথমে মাথায় আসে, তা হল উক্ত ব্যাঙ্কের গ্রাহকদের গচ্ছিত টাকার কী পরিনাম হতে চলেছে?

4/8: এক্ষেত্রে জানিয়ে রাখি, যেসব গ্রাহকদের 5 লক্ষ টাকার বা তার কম টাকার ফিক্সড ডিপোজিট আছে, তারা সকলেই টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু যাদের এফ ডির পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, তারা কেবল 5 লক্ষ টাকা পর্যন্তই টাকা ফেরত পাবেন। তার বেশি টাকার ক্ষেত্রে গ্রাহকদের লোকসান হতে চলেছে।

5/8: সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের (DICGC) তরফে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। এই DICGC হল আরবিআইয়ের একটি সাবসিডিয়ারি যা দেশের সমস্ত গ্রাহকদের টাকার বিমা দিয়ে থাকে।

6/8: এছাড়াও, আরবিআইয়ের বিভিন্ন নিয়মবিধি লঙ্ঘন করার জন্য 4টি সমবায় ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করেছে RBI। চারটি ব্যাঙ্কের প্রতিটিকে 44 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে

7/8: এই ব্যাঙ্কগুলি হল, তামিলনাড়ু স্টেট এপেক্স কো-অপারেটিভ ব্যাঙ্ক, বম্বে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক, জনতা কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং বারান কো-অপারেটিভ ব্যাঙ্ক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8/8: প্রসঙ্গত উল্লেখ্য, কোনো ব্যাঙ্ককে আরবিআইয়ের তরফে আর্থিক জরিমানা করা হলে গ্রাহকদের দুশ্চিন্তার কোনো ব্যাপার থাকে না। জরিমানা করা ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের টাকা একেবারে নিরাপদে এবং সুরক্ষিত থাকে। গ্রাহকরা যখন ইচ্ছে, নিজেদের গচ্ছিত টাকা তুলে নিতে পারেন।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালু করল নতুন সুবিধা

👉 লেবার কার্ডের জন্য ঘরে বসেই আবেদন করুন

👉 আধার কার্ড ধারকদের জন্য বড় খবর

👉 প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না হলে এই ২১ টি সুবিধা আর পাওয়া যাবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *