WhatsApp Group Join Now

১৪ জুন মানে বুধবার বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ দিন ছিল। কিন্তু শেষ দু’দিন ধরে বারবার MyAadhaar পোর্টালে ঢুকে কাজ করার চেষ্টা করে গিয়েও ব্যর্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। এরই মধ্যে সময়সীমা ফুরিয়ে গিয়েছে। এবার কী করবেন তবে? নাকি আজ থেকে গ্যাঁটের টাকা খরচ করেই আধার কার্ড আপডেট করতে হবে? সময়সীমার মধ্যে আধার কার্ড আপডেট না করায় তবে কি গুনতে হবে জরিমানা? UIDAI-এর নিয়ম কী বলছে এই বিষয়ে?

প্যান-আধার লিঙ্ক, রেশন কার্ড-আধার নম্বর লিঙ্ক, ভোটার আইডি-আধার লিঙ্কের মতো কাজ চলছে। এর পাশাপাশি বিনামূল্যে আধার কার্ড আপডেটেরও সময়সীমা ঘোষণা করা হয়েছিল১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত তিন মাসের সময়সীমা দিয়েছিল UIDAI.

সেই সময়সীমা বুধবার রাত বারোটার পর ফুরিয়ে গিয়েছে। কিন্তু ইচ্ছে থাকলেও বহু ভারতীয় ওই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করে উঠতে পারেননি। কারণ শেষ দু’দিনে এতো মানুষ MyAadhaar পোর্টালে ঢুকে আধার কার্ড আপডেট করার চেষ্টা করেছেন যে অতিরিক্ত ট্রাফিকের জেরে সিস্টেম হ্যাং হয়ে যায়

কার্যত কোন‌ও কাজই করেনি MyAadhaar পোর্টাল! স্বাভাবিকভাবেই এর ফলে কী হবে বা কী করবেন তা বুঝে উঠতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। আর্থিকভাবে দুর্বল অনেকে ভাবছেন,এরপর তবে ৫০ টাকা খরচ করেই আগের মতো আধার আপডেট করতে হবে। একজনের পক্ষে এটা বড় টাকা না হলেও গোটা পরিবারের নিরিখে অনেকের কাছেই এটা বড়সড় ধাক্কা।

UIDAI সূত্রে খবর, শেষ দু’দিন অনেকে চেষ্টা করেও আধার কার্ড আপডেট করতে না পারলেও এই গোটা সময়সীমার মধ্যে সার্বিকভাবে ভালো সাড়া পাওয়া গিয়েছে। কয়েক কোটি মানুষ বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ পেয়ে কাজ সেরে নিয়েছেন। তবে এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ এই আপডেটের বিষয়ে ওয়াকিবহাল নন। তাই এই সব কিছু মিলিয়েই এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে UIDAI.

আধার কার্ড আপডেট কেন করতে হবে?

WhatsApp Group Join Now

এই দেশের একটা বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন। বিশেষ করে প্রথম যখন আধার কার্ড বিষয়টি চালু হয় জনসংখ্যার একটা বড় অংশ তখনই আধার কার্ড তৈরি করে। কিন্তু এতদিনে সেই তাঁদের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক স্যাম্পেল ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে

আর সেই কারণেই আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এই এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্য‌ই অকেজো হয়ে পড়বে। তাই UIDAI ঠিক করেছে ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে

এবার কেউ কেউ ভাবতে পারেন, দশ বছর আগেও যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় আছেন। তাহলে নতুন করে কী আপডেট করবেন! তাঁদেরকে বলার, ভালো করে দেখে নিন আপনার ঠিকানার ইংরেজি স্পেলিং ঠিক আছে কিনা। সেখানে ভুল থাকলে আপডেট করুন। আর যদি সব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন। কারণ দশ বছর আগে আপনাকে দেখতে যেমন ছিল দশ বছর পর অবশ্যই আপনার দেহাকৃতি ও লুকস পরিবর্তন হয়েছে।

আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়ানো হলো

বিনামূল্যে আধার কার্ড আপডেটের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। তাতে কয়েক কোটি মানুষ নিজেদের আধার কার্ড আপডেট করেছেন। কিন্তু শেষের দিকে একসঙ্গে বহু মানুষ আধার কার্ড আপডেট করতে গিয়ে সিস্টেম বিগড়ে যায়। এতে আমজনতার কোন‌ও ভুল নেই।

আবার এখনও অনেকে আপডেটের এই বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল নন। সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনা করে UIDAI কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আরও তিন মাস বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবেআগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

তবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আগের মতোই ৫০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে আপনাদের একটাই পরামর্শ, তাড়াহুড়ো করবেন না। হাতে আরও তিনটে মাস সময় আছে। ধীরে সুস্থে সময় নিয়ে MyAadhaar পোর্টালে গিয়ে আধার কার্ড আপডেট করুন।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 গরমের ছুটির পর স্কুল খুলেই এই জরুরী নিয়ম জারি করল শিক্ষা দপ্তর

👉 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালু করল নতুন সুবিধা

👉 প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না হলে এই ২১ টি সুবিধা আর পাওয়া যাবে না

👉 আধার কার্ড কতবার আপডেট করা যাবে জানিয়ে দিল UIDAI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *