আপনি লোকাল ট্রেনের নিত্যযাত্রী? তবে নিশ্চয়ই জলের বোতল, খবরের কাগজ, রুমাল বা নিদেন পক্ষে ব্যাগ রেখে পরিচিতজনের জন্য সিট ধরা বা আসন রাখার ব্যাপারটার সঙ্গে ভালো মতো পরিচিত। হতে পারে আপনি নিজেই কখনও এইভাবে পরিচিত সহযাত্রী বা পরিবারের কারোর জন্য ভিড় ট্রেনে আসন রেখেছেন। অথবা নিজে এই ‘কু’কর্ম না করলেও অন্য কোনও সহযাত্রীকে এমন কাজ করতে যে দেখেছেন এ কথা নিশ্চিত করে বলা যায়। তবে এমন অভ্যেস নিজের হয়ে থাকলে এবার সাবধান হয়ে যান। বা আপনার কোনও সহযাত্রী এমন কাণ্ড ঘটালে তাঁকেও সাবধান করে দিন। না হলে মস্ত বড় বিপদে পড়তে পারেন।
ভিড় ট্রেনে আসন ধরে রাখার বদ অভ্যাস নিত্যযাত্রীদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। তাঁদের একাংশে মনোভাব থাকে ‘রোজ আমি এই ট্রেনে যাই, তাই আমার পরিচিতের জন্য আসন রাখার হক আছে’! অথচ এমন কাজকর্মের ফলে আগে ট্রেনে উঠেও বহু মানুষ বসতে পারেন না। এমনকি বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ট্রেনের আসন ফাঁকা থাকলেও অনেকে বসতে পারছেন না, কারণ নিত্যযাত্রীদের গ্রুপের কোনও একজন এসে পাশের সব কটি সিট ধরে নিয়েছে! বাকিরা ট্রেন ছাড়া ঠিক আগের মুহূর্তে এসেও দিব্যি বসে বসে গন্তব্যে রওনা দেবে।
লোকাল ট্রেনের সিট ধরা নিয়ে অশান্তি বা ঝামেলার ঘটনা কম নয়। বিশেষ করে পূর্ব রেলের শিয়ালদহ শাখার বিভিন্ন লাইনে বসার সিট নিয়ে ঝামেলা নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। কিন্তু এবার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসল ভারতীয় রেল (Indian Rail)। এই বিষয়ে নির্দিষ্ট আইন প্রণয়ন করার পর রেলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, জলের বোতল খবরের কাগজ বা অন্য কোনও জিনিস দিয়ে লোকাল ট্রেনে সিট ধরে রাখা চলবে না।
ট্রেনে সিট ধরা নিয়ে কি বলছে ভারতীয় রেল?
রেলের বক্তব্য, লোকাল ট্রেনে আগে আসার ভিত্তিতে যাত্রীরা বসতে পারবেন। কোনও একজন যাত্রী আগে এসে তাঁর বাকি পরিচিতদের জন্য ট্রেনের আসন অবৈধ উপায়ে ব্লক করে দেবেন তা আর হবে না। বরং এমন কাণ্ড ঘটালে রেলের নিয়ম অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।
যাতে লোকাল ট্রেনে কোনও যাত্রী সিট ধরে রাখার নামে বাকিদের উপর হুজ্জুতি করতে না পারে তার জন্য আরপিএফ-র (RPF) পাশাপাশি টিকিট পরীক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।
এই বিষয়ে শিয়ালদহ ডিভিশন যার অধীনে সেই পূর্ব রেল জানিয়েছে, এবার থেকে আরপিএফ-কে নিয়ে টিকিট পরীক্ষকদের দল নিয়মিত বিভিন্ন ভিড় লোকাল ট্রেনের নজরদারি চালাবেন। সেখানে কাউকে যদি নিয়ম না মেনে সিট ধরে রাখতে দেখা যায় তবে রেলের আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। ওই ব্যক্তির কঠিন শাস্তি যে এমন পরিস্থিতিতে অবধারিত হয়ে উঠবে সেটাও জানিয়ে দিয়েছেন রেলকর্তারা।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 অনেকদিন পর খুশির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
👉 1000 টাকার নোট ফের বাজারে আসতে চলেছে? আসল সত্যিটা জানুন
👉 রাজ্যে গরমের ছুটি শেষ, জুন মাসের এইদিন থেকে খুলছে স্কুল
👉 ই-রুপি ভাউচার নিয়ে বিরাট ঘোষনা রিজার্ভ ব্যাঙ্কের