আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সাধারণ ভারতবাসীদের চিকিৎসা সংক্রান্ত খরচের চিন্তা দূর করে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচের যাবতীয় দায়ভার বহন করে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করেছে প্রায় ৫০ কোটি ভারতবাসী।
দেশের বিভিন্ন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় ১৩৫০টি অসুখের চিকিৎসা আয়ুষ্মান ভারতের মাধ্যমে হয়। সবচেয়ে বড় কথা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার পাশাপাশি তার পূর্ববর্তী সময়ে প্যাথলজিকাল টেস্ট, প্রাইভেটে ডাক্তার দেখানো, ওষুধ কেনা ইত্যাদি স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির খরচও আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রোগীর পরিবার বিনামূল্যে পেয়ে থাকে।
আয়ুষ্মান ভারত প্রকল্পটা কেমন?
কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PMJAY) অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চলে। এই প্রকল্পে নাম তুলতে হলে প্রথমে Ayushman Bharat Golden Card-র জন্য আবেদন করতে হবে। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ কার্ড আছে, তা হল আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড।
আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড ও আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড কিন্তু আলাদা। আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড হল কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পরিবারের জন্য প্রদেয় স্বাস্থ্য বিমা। আর আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কাড হল আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড নথিভুক্ত থাকার কার্ড।
কারা, কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করবেন?
কেন্দ্রের আয়ুষ্মান ভারতের মতোই পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে। তবে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত আয় শ্রেণির মানুষ অর্থাৎ বাংলার প্রতিটি বাসিন্দা সরকারের থেকে চিকিৎসার খরচ পেয়ে থাকেন।
কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য চালু হয়েছে। এছাড়াও যারা সামাজিকভাবে বঞ্চনার শিকার তাঁরাও কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে পরিবারের নাম নথিভুক্ত করে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার খরচ পেতে পারেন।
২০১১ সালের সেনসাস রিপোর্টের উপর ভিত্তি করে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না তা নির্ধারণ করা হয়ে থাকে। এর জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারের মধ্যে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
নিম্ন আয় শ্রেণির পাশাপাশি সকল তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারে। এছাড়াও যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা পরিবারে কোনও প্রতিবন্ধী সদস্য থাকলে যারা দিন আনি দিন খাই অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করেন, যাদের নির্দিষ্ট আয় নেই সেই সমস্ত মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।
মধ্যবিত্তদের কাছে হতাশার বিষয় হল, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না। এদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইলে তা অনলাইনে সম্ভব না। এর জন্য আপনাকে নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র বা জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করার পদ্ধতি
আয়ুষ্মান ভারত যোজনায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এই কাজটিই করে ফেলতে পারবেন। কারা কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবে সেটাই আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব-
• https://bis.pmjay.gov.in/BIS/selfprintCard এই লিঙ্কে প্রথমে ক্লিক করুন। আর তাহলেই আপনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবেন।
• এরপর আপনার কাছে only Adhar বলে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করুন। আর তাহলেই আপনার সামনে পরপর তিনটি বক্স খুলে যাবে।
• প্রথম বক্সে স্কিম হিসেবে PMJAY-তে ক্লিক করুন।
দ্বিতীয় বক্সে নিজের রাজ্যের নামে ক্লিক করুন।
তৃতীয় বক্সে নিজের আধার নম্বর লিখে সাবমিট করুন। এক্ষেত্রে আধার নম্বর জানাতে না চাইলে ভার্চুয়াল আইডি-ও দিতে পারেন।
• আধারের সঙ্গে আপনার যে মোবাইল নম্বরটি সংযুক্ত সেখানে একটি ওটিপি আসবে। ওই স্ক্রিনেই একটি জায়গায় আপনার কাছে ওটিপি চাইবে, সেখানে এটি বসিয়ে দিন।
• এরপরই আপনার আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড তৈরি হয়ে যাবে। সেই কার্ড ডাউনলোড করার অপশন দেওয়া হবে আপনাকে। এবার ডাউনলোড করে নিন, না হলে সেভ করে রাখুন।
আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা প্রাপকের তালিকায় আপনার নাম উঠেছে কিনা কীভাবে জানবেন?
• প্রথমে https://www.pmjay.gov.in/- এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকুন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে সংযোগকারী মোবাইল নম্বরটি দিন। সেই সঙ্গে ক্যাপচা কোড দিতে হবে। এরপরই আপনার মোবাইলে ওটিপি ঢুকবে।
• ওটিপি দেওয়ার পরই আপনার কাছে একটি তালিকা খুলে যাবে। সেখানে প্রথমে নিজের রাজ্যের নাম চিহ্নিত করুন। এরপর মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই বুঝে যাবেন তালিকায় আপনার নাম আছে কিনা।
আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে কোনও অভিযোগ থাকলে ফোন করুন হেল্প লাইন নম্বর ১৪৫৫৫ বা ১৮০০-১১১-৫৬৫ নম্বরে।
তবে অনলাইনে নাম নথিভুক্ত করতে গিয়ে কোনও জটিলতা দেখা দিলে নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় নথি-
• আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ (আধার কার্ড, প্যান কার্ড)।
• আবেদনকারীর বয়সের প্রমাণপত্র
• স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র
• কাস্ট সার্টিফিকেট
• ইনকাম সার্টিফিকেট (আয়ের প্রমাণপত্র)
• পরিবারের বর্তমান পরিস্থিতির প্রমাণপত্র (আপনার পরিবার যৌথ পরিবারের বা জয়েন্ট ফ্যামিলি নাকি নিউক্লিয়ার ফ্যামিলি তা সম্পর্কে উল্লেখ করতে হবে)
• আবেদনকারীর আধার কার্ড
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 পঞ্চায়েত ভোটের আগেই করুন ভোটার কার্ডের এই কাজ
👉 সর্বপ্রথম ইনি আধার কার্ড পেয়েছিলেন! তার বাড়ি কোথায়?
👉 ট্রেনের টিকিট এর এই নিয়ম 99% লোক জানে না
👉 আধার কার্ডে থাকা QR কোডের কাজ কী?