WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1/7: আমরা দৈনন্দিন জীবনে মাঝে মাঝেই এমন অনেক মুহুর্তের সম্মুখীন হই, যখন ট্রেনের টিকিট কেটেও কোনো বিশেষ কারণের জন্য নিজের বদলে পরিবারের অন্য কাউকে ঐ স্থানে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে টিকিটটির কী হবে? আগের ব্যক্তির কনফার্ম হওয়া ট্রেনের টিকিট নিয়ে কি অপর কোনো ব্যক্তি ট্রেনে চড়তে পারেন? এই বিষয়ে ভারতীয় রেলের কী নিয়ম রয়েছে দেখে নিন।

2/7: রেলের নিয়ম অনুসারে, যদি কোনও ব্যক্তির নামে কনফার্ম ট্রেনের টিকিট থাকে, তবে সেই টিকিটেই তাঁর পরিবারের অন্য কোনও ব্যক্তি ট্রেনে কোন অসুবিধা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এই নিয়মটি কিন্তু মোটেই নতুন নয়। বহু দিন থেকেই এই নিয়মটি চালু আছে। তবে এই নিয়মটি মানুষের মধ্যে তেমন ভাবে জনপ্রিয় নয়। তাই নিয়মটি অধিকাংশ মানুষেরই অজানা

3/7: ভারতীয় রেলের নিয়ম অনুসারে, যদি কেউ নিজের নামে ট্রেনের টিকিট কাটেন, এবং তিনি সেই টিকিটে যেতে অক্ষম হন, তবে সেই টিকিটটি ওই ব্যক্তি কেবলমাত্র নিজের পরিবারের সদস্যদেরকেই দিতে পারেন। এক্ষেত্রে, বাবা-মা, ভাইবোন, ছেলে-মেয়ে বা স্ত্রীকে টিকিটটি ট্রান্সফার করা যাবে

4/7: তবে ওই ব্যক্তির কোনও অফিস কলিগ বা বন্ধুরা ওই টিকিটে ভ্রমণ করতে পারবে না। টিকিট ট্রান্সফারের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড চাওয়া হতে পারে।

5/7: এবার দেখে নেওয়া যাক, টিকিট ট্রান্সফার করার নিয়মগুলি কী। কনফার্ম হয়ে যাওয়া কোনও টিকিটের নামের বদল করতে হলে, প্রথমেই টিকিটটির একটি প্রিন্ট আউন নিয়ে নিকটবর্তী রেলস্টেশনে যেতে হবে। তারপর, যে ব্যক্তির নামে টিকিটটি কাটা এবং যে ব্যক্তিকে টিকিটটি ট্রান্সফার করা হবে, তাদের আধার কার্ড নিয়ে যেতে হবে। এই পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে খুব সহজেই টিকিটটি ট্রান্সফার করে নেওয়া সম্ভব

6/7: তবে এক্ষেত্রে রেলের একটি নিয়ম রয়েছে। তা হল, কেবলমাত্র একবারের জন্যই কনফার্ম হওয়া টিকিটটি অন্য কাউকে ট্রান্সফার করা সম্ভব। একবারের বেশি কিন্তু ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। তাই টিকিটটি ট্রান্সফার করার আগে একটু ভাবনাচিন্তা করে নেওয়া উচিত।

7/7: এক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখতে হবে। তা হল, নিজের টিকিট অন্য কারোও নামে ট্রান্সফার করার জন্য অন্তত 24 ঘন্টা আগে আবেদন জানাতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 সোনা নিয়ে সকলের জন্য কড়া নিয়ম চালু করল সরকার!

👉 আপনার আধার কার্ড ১০ বছরের পুরোনো? তাড়াতাড়ি করুন একাজ

👉 এই সমস্ত লোকদের ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিংক না করলেও হবে

👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *