1/5: ভোটের তালিকায় নাম তুলতে চান বা ভোটার কার্ডে নামের বানান ভুল থাকায় সংশোধন করতে চান? এতদিন বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে নির্দিষ্ট সময়ে এর জন্য আবেদন করতে হতো। তিনি ফর্ম দিতেন, সেই ফর্ম হাতে পূরণ করে জমা দিতে হতো। তারপর কাজ মিটত। যদিও সম্পূর্ণ কাজ হতে আরও বেশ কিছুদিন লেগে যেত।
2/5: বর্তমানে কাজের ব্যস্ততা যেভাবে বেড়েছে তাতে ছুটি নিয়ে বা একটা গোটা দিন খরচ করে বাড়িতে থেকে এই কাজ করাটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল। এই অবস্থায় দেশের কোটি কোটি ভোটারের সুবিধার জন্য জাতীয় নির্বাচন কমিশন Voter Service Portal চালু করেছে। ফলে এখন আর কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই ৫ মিনিটের মধ্যে আপনি নতুন ভোটার হিসেবে ভোটার লিস্টে নাম তোলার আবেদন জানাতে পারবেন।
3/5: নির্বাচন কমিশনের Voter Service Portal-এর মাধ্যমে শুধু ভোটার লিস্টে নাম তোলার আবেদন জানানো নয়, আপনার ভোটার কার্ড সংশোধন, নিজে যে বুথের ভোটার সেখানকার বিস্তারিত তথ্য, প্রয়োজনে E-Voter Card ডাউনলোডের মতো সুবিধেও পাবেন।
4/5: ভোটারদের সুবিধার কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন ভোটার সার্ভিস পোর্টাল (Voter Service Portal) চালু করেছে। কারণ সামনেই বেশ কতগুলি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তারপর বছর ঘুরতে না ঘুরতেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেতে উঠবে গোটা দেশ। এই সময় নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা ভোটার কার্ড সংশোধনের কাজ বেড়ে যায়।
5/5: এতদিন অফলাইনে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যাবতীয় কাজ হত। তাতে সাধারণ মানুষের যেমন সময় নষ্ট হত তেমনই বিভিন্ন ফর্ম ফিলাপ করতে গিয়ে জটিলতা দেখা দিত। তাছাড়া হিউম্যান এররের বিষয় তো ছিলই। কিন্তু নির্বাচন কমিশনের এই নতুন পোর্টালের মাধ্যমে সেই সব জটিলতা আর প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।
ভোটার সার্ভিস পোর্টাল এর মাধ্যমে ভোটার কার্ডের কাজকর্ম
ভোটার সার্ভিস পোর্টাল এর মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন এবং পুরোনো ভোটার কার্ডের ভুল সংশোধন সহ একাধিক কাজের সুবিধা পাওয়া যাবে। কিভাবে এটি ব্যাবহার করতে হবে তা বিস্তারে জেনে নিন।
(1) প্রথমেই Voter Service Portal-এ নির্দিষ্ট মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে sign up করুন।
(2) এরপর login অপশনে ক্লিক করে নিজের আইডি ও পাসওয়ার্ড বসান।
(3) এবার আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে। সেখানে ভোটার লিস্ট ও ভোটার আইডি সংক্রান্ত যাবতীয় ফর্ম দেখতে পাবেন।
(4) যদি নতুন ভোটার কার্ডের আবেদন করতে চান তবে New Form 6-এ ক্লিক করুন।
(5) যদি বর্তমান ভোটার কার্ড বাতিল করতে চান তবে Form 7-এ ক্লিক করুন।
(6) যদি ভোটার কার্ডের ভুল সংশোধন করতে চান তবে Form 8-এ ক্লিক করুন।
(7) ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে চান তবে Form 6B-তে ক্লিক করুন।
(8) ভোটার কার্ডের জন্য আবেদন করলেও এখনও হাতে পাননি? সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করার জন্য Track Application Status-এ ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশন নম্বর বসিয়ে চেক করুন।
(9) ভোটার লিস্টে আপনার নামের বানান, নির্বাচনী ক্ষেত্র, পোলিং বুথ- সব ঠিক আছে কিনা দেখতে Search in Electoral Roll-এ ক্লিক করুন। ভোটার কার্ড নম্বর বসিয়ে চেক করুন, সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য দেখতে পাবেন।
(10) অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য E-EPIC Download-এ ক্লিক করুন এবং ভোটার কার্ড ডাউনলোড করে নিন।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 সর্বপ্রথম ইনি আধার কার্ড পেয়েছিলেন! নাম কি, বাড়ি কোথায়?
👉 আধার কার্ডে থাকা QR কোডের কাজ কী?
👉 রেশন নিয়ে সরকারের সতর্কবার্তা, না মানলে রেশন বন্ধ হতে পারে
👉 সোনার গয়না নিয়ে কড়া নিয়ম চালু করল সরকার