Job in TCS in 30 days The company will pay 40000 rupees as a intensive
WhatsApp Group Join Now

AI সব চাকরি খেয়ে নিচ্ছে এমন একটা রব উঠেছিল বাজারে। এখনও যে সেই ব্যাপারটা পুরোপুরি স্তিমিত হয়েছে তা নয়। কিন্তু এরই মধ্যে কিছুটা উলোট পুরাণ দেখা যাচ্ছে দেশের সর্ববৃহৎ আইটি ফার্ম TCS-এ। টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই সংস্থা দক্ষ কর্মী নিয়োগের জন্য এক সাড়া ফেলা পদক্ষেপের কথা ঘোষণা করেছে। সংস্থায় দ্রুত দক্ষ কর্মীদের নিয়োগ করতে পারলে ভেন্ডারদের বিপুল পরিমাণ কমিশন দেওয়ার কথা ঘোষণা করেছে টিসিএস।

যতই কৃত্রিম বুদ্ধিমত্তা আসুক না কেন এখনও একটি কাজ সম্পূর্ণ করতে এবং তা কার্যকরী করে তুলতে মানব সম্পদের বিকল্প কিছু নেই। সেটা ভাল মত বুঝেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তাই তারা নিজেদের ক্লায়েন্টদের বিভিন্ন প্রজেক্টের কাজ সামলানোর জন্য দক্ষ কর্মীর সন্ধান শুরু করেছে

প্রয়োজনের তুলনায় দক্ষ কর্মীর সংখ্যা কিছুটা হলেও তাদের হাতে কম আছে। তাছাড়া টিসিএস নতুন বেশ কিছু বড় প্রজেক্ট পেয়েছে। সব মিলিয়ে এই সংস্থায় অভিজ্ঞ কর্মীর বিপুল চাহিদা তৈরি হয়েছে। আর তাই কর্মী নিয়োগের জন্য বড় ড্রাইভ দিয়েছে তারা।

দুনিয়া জুড়ে আইটি সংস্থাগুলির কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী ভেন্ডার সংস্থাগুলো বড় ভূমিকা পালন করে থাকে। টিসিএস ঘোষণা করেছে ৩০ দিনের মধ্যে দক্ষ কর্মীদের সংস্থায় জয়েন করাতে পারলে প্রতি কর্মী পিছু ৪০ হাজার টাকা করে ইনসেনটিভ দেওয়া হবে নিয়োগকারী ভেন্ডারদের

তবে এর জন্য একটা ছোট শর্তও রেখেছে তারা। এইভাবে যে কর্মীরা নিযুক্ত হবেন তাঁরা যাতে দীর্ঘ মেয়াদে সংস্থায় থাকেন সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে ভেন্ডারদের। যদি নিযুক্ত হ‌ওয়া কোন‌ও কর্মী ৬ মাসের মধ্যে চাকরি ছেড়ে দেন বা অন্য সংস্থায় চলে যান তবে ভেন্ডারকে যে ৪০ হাজার টাকা কমিশন দেওয়া হবে সেটা আবার তারা ফিরিয়ে নেবে বলে জানিয়েছে এটিসিএস।

ঘটনা হল, ভারতীয় আইটি দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, টিসিএস-এ চাকরি করা অনেকটা সরকারি চাকরির মতই নিরাপদ, এমন মনে করেন বহু আইটি প্রফেশনাল। ফলে টিসিএস-এ চাকরি করার জন্য ভারতীয়দের মধ্যে যথেষ্ট আগ্রহ থাকে।

WhatsApp Group Join Now

তবে তাদের থেকে অন্য বেশ কিছু আইটি সংস্থা অভিজ্ঞ কর্মীদের তুলনায় ভাল বেতনের প্যাকেজ দেয় বলে অনেকেই পরবর্তীতে টিসিএস ছেড়ে অন্য সংস্থায় চলে যান। এখন দেখার এই যাবতীয় সুবিধা-অসুবিধার পর্ব পেরিয়ে টিসিএস কর্মী নিয়োগের ক্ষেত্রে তার লক্ষ্যমাত্রা ছুঁতে পারে কিনা। 

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 দিদির মতো মোদি সরকারও চালু করল, মহিলাদের জন্য নতুন এই প্রকল্প

👉 ৭০০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে চাকরির আবেদন কবে থেকে শুরু হবে?

👉 ফুড SI পরীক্ষা আবার কি হবে? ঠিক কী বললেন PSC চেয়ারম্যান?

👉 আধার কার্ড কেন নিষ্ক্রিয় হচ্ছে? কেন্দ্রের কাছে জবাব চাইল হাইকোর্ট

👉 ৯ দিনের মধ্যেই ফ্রি গ্যাস সিলিন্ডার! শুধু আধার লিংক থাকলেই হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *