টোটো চড়ে গন্তব্যে পৌঁছে ভাড়া দিতে গিয়ে ছোটো 1 টাকার একটি কয়েন দিলেন, বচসা করতে শুরু করলেন চালক। বলবেন, এই কয়েন বাজারে চলছে না। অথচ আপনার কাছে এই কয়েনই ভর্তি। তাহলে এবার আপনি কী করবেন? এই পরিস্থিতিতে পড়লে অনেক সমস্যা হয়।
প্রশ্ন ওঠে, আসলেই এমন কিছু ঘটেছে কি না, আর যদি না ঘটে থাকে তাহলে এই অবস্থায় ঠিক কী করা উচিত? এছাড়াও, ভারতে এই বিষয়ে মুদ্রার প্রচলন নিয়ে কোন নিয়ম জারি করা হয়েছে? RBI কী বলছে এই প্রসঙ্গে। সবেরই উত্তর দেব আমরাই।
কে কয়েন জারি করে?
10 টাকার কয়েন ছাড়াও ভারতে 1 টাকা, 2 টাকা, 5 টাকা এবং 20 টাকার কয়েন চালু রয়েছে। এই সমস্ত কয়েন RBI জারি করে। এমতাবস্থায় উপরিলিখিত সব ধরনের কয়েনই বৈধ। কেউ এগুলোকে অবৈধ বলে গ্রহণ না করলে, সেটা অপরাধের সমান।
শুধুমাত্র এই সমস্ত কয়েন নিষিদ্ধ করা হয়েছে
আরবিআই বলেছে, এখনও পর্যন্ত শুধুমাত্র 25 পয়সা বা তার কম মূল্যের কয়েন যেমন 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা এগুলো সব বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত 50 পয়সার কয়েন কিন্তু বাতিল করা হয়নি। যে কেউ চাইলে এগুলি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই কয়েন এখন আর তৈরি করা হয় না ঠিকই, কিন্তু এগুলি গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না কেউই।
কেউ ছোটো ১ টাকার কয়েন না নিলে কী করবেন?
যদি কোনও ব্যক্তি বা দোকানদার ছোটো বা যেকোনো আকারের 1 টাকার কয়েন গ্রহণ করতে অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে। এর ফলে ওই অভিযুক্ত দোকানদার বা সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে।
ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সূত্রে খবর, ভারতীয় মুদ্রা আইন এবং IPC-এর ধারা 489(A) থেকে 489(E) এর বাতিল না হওয়া কয়েন না গ্রহণ করতে চাইলে, এটির বিরুদ্ধে একটি FIR দায়ের করতে পারবেন। এমনকি এক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তার জন্য পুলিশও ডাকতে পারবেন।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 ছেলেরা ২৫০০ টাকা এবং মেয়েরা পাবে ৩০০০ টাকা! প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! রান্নার গ্যাসের এই কাজটি না করলে ভর্তুকি পাবেন না
👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে, কিন্তু কবে?
👉 বন্ধন ব্যাঙ্কেরও ছাড় নেই! দোষ করায় এই সব ব্যাঙ্কগুলিকে শাস্তি দিল RBI
👉 ৯ দিনের মধ্যেই ফ্রি গ্যাস সিলিন্ডার! শুধু আধার লিংক থাকলেই হবে