ভোট যুদ্ধের দামামা বাজছে। LPG সিলিন্ডারকে ঘিরে মানুষের মন জেতার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। যদিও মূল্যবৃদ্ধির বাজারে পরিবারের পাশে দাঁড়াতে আগাগোড়াই জনমুখী সিদ্ধান্তে অটল থেকেছে কেন্দ্র। তাই আরও একবার সেই পথেই হাঁটল মোদী সরকার। আর ওই 300, 100 নয়, এক লাফে 500 টাকা কমিয়ে দেওয়া হল 14.2 রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। যদিও এই সুবিধা পাবে নির্দিষ্ট শ্রেনির মানুষেরা।
বর্তমানে বিভিন্ন জায়গায় 14.2 কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম
- দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 803 টাকা।
- কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা।
- মুম্বইতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 802.50 টাকা।
- ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম চেন্নাইতে 818.50 টাকা।
বাড়ির মা বোনেদের ঘরে বসে এই রান্নার করার বিষয়টিই ভেবে দেখেছে সরকার। ভোটের আগে আর ওই 800 টাকা খরচ করতে হবে না গ্যাস কেনার জন্য। শুধুমাত্র 529 টাকা দিলেই যথেষ্ট। আস্ত একটা 14.2 কেজির সিলিন্ডার বাড়ি বয়ে চলে আসবে।
তবে, তা কিন্তু সাধারণ ভাবে নয়। বরং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে। 1 এপ্রিল থেকে এই যোজনার গ্রাহকরা 800 টাকার সিলিন্ডার পিছু 300 টাকা ছাড় পাচ্ছেন। এইভাবে বছরে পুরো 12 টি সিলিন্ডার 500 টাকায় পাবেন তাঁরা।
যদিও এর আগেও উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা এই বড় ছাড় পেতেন, মেয়াদ ছিল 31 মার্চ 2024 পর্যন্ত। কিন্তু লোকসভা নির্বাচনের আগে পরিবারের খুঁটি মহিলাদের মুখের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ভর্তুকির মেয়াদ বাড়িয়েছে 31 মার্চ 2025 পর্যন্ত।
বিভিন্ন জায়গায় উজ্জ্বলা যোজনার 14.2 কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম
- 300 টাকা ছাড়ে দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 503 টাকা।
- 300 টাকা ছাড়ে কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 529 টাকা।
- 300 টাকা ছাড়ে মুম্বইতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 502.50 টাকা।
- 300 টাকা ছাড়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম চেন্নাইতে 518.50 টাকা।
প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনার অধীনে 500 টাকায় গ্যাস সিলিন্ডার, কোনওরকম যোজনা ছাড়া 850 টাকার মধ্যে গ্যাস সিলিন্ডার দেওয়া ছাড়াও আরও অনেক কম দামেও কিন্তু গ্যাস ছাড়ছে সংস্থাগুলো। যেমন 5 কেজি ওজনের ফ্রি ট্রেড গ্যাস সিলিন্ডারের দাম দেখলে আপনি নির্ঘাত অবাক হবেন।
5 কেজি ট্রেড গ্যাস সিলিন্ডারের দাম
1 এপ্রিল থেকে 5 কেজির ফ্রি ট্রেড এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে 7.5 টাকায়। গত মার্চ মাসে কলকাতায় এর দাম ছিল 308.50 টাকা। বর্তমানে তা পাওয়া যাচ্ছে 301 টাকায়।
এরই পাশাপাশি, যাঁরা ব্যবসা করছেন, তাঁদের দিকেও কিন্তু একইভাবে চোখ তুলে তাকিয়েছে সরকার। 30 টাকা থেকে 32 টাকা করে অনেকাংশে কমিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমে ১৮৭৯ টাকায় দাঁড়িয়েছে।
দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন 1764.50 টাকা।
মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম এখন 1,717.50 টাকা।
চেন্নাইতে সেই দাম এখন 1,930 টাকায় স্থিতিশীল৷
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 মাত্র ৩০১ টাকায় গ্যাস সিলিন্ডার! আবার কি দাম কমল?
👉 কোলকাতা পুলিশে DEO এর চাকরি, আবেদনের বেশি সময় নেই
👉 মোদির স্বপ্নের স্কুল প্রকল্প! সারা দেশে ১৪,০০০ নতুন স্কুলে থাকবে এই সব সুবিধা
👉 Jio-এর আবার ফ্রি অফার! এবার ৫০ দিনের জন্য, এইভাবে নিন ফায়দা
👉 ভারতের 83% বেকারই যুবক, ILO ও IHD এর রিপোর্টে অবাক করা তথ্য