Ishan Uday Scholarship 2024
WhatsApp Group Join Now

Ishan Uday Scholarship: দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বার্থে, ভারত সরকার চালু করেছে ইশান উদয় স্কলারশিপ স্কিম। এই স্ক্রিমের অধীনে সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সকল ছাত্রদের বড় অঙ্কের বৃত্তি প্রদান করা হয়। যাতে শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ ব্যবহার করে ভালো করে পড়াশোনা করে লাভ উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে পারেন। প্রত্যেক বছর প্রায় 10,000 পড়ুয়া এই বৃত্তি পেয়ে থাকেন। তার জন্য বেশ কিছু শর্ত মানা জরুরি।

কত টাকা পাবেন?

যোগ্য শিক্ষার্থীরা কেন্দ্রীয় সরকারের ইশান উদয় স্কলারশিপ স্কিমের অধীনে নিম্নলিখিত পরিমাণ বৃত্তি সুবিধা পান:-

1) সাধারণ ডিগ্রি কোর্স (বিএ, Bcom, বিএসসি, বিবিএ) – 5,400 টাকা।

2) প্রযুক্তিগত, চিকিৎসা, প্রফেশনাল ও প্যারামেডিক্যাল কোর্স – 7,800 টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

WhatsApp Group Join Now

ইশান উদয় স্কলারশিপ স্কিমের জন্য আবেদন করার সময় যে নথিগুলি আপলোড করতে হবে তা নিম্নরূপ:-

  • 10 তম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি।
  • 12 তম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি।
  • ডোমিসাইল সার্টিফিকেট (বাধ্যতামূলক)।
  • আয়ের শংসাপত্র।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড।

এছাড়াও আরও অন্যান্য নথি লাগতে পারে।

কীভাবে আবেদন করবেন?

1) ইশান উদয় স্কলারশিপ 2024 অনলাইনে আবেদন করতে, প্রথমে প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি NSP-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন https://scholarships.gov

2) এরপরে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজটির উপরের দিকে New Registration এ ক্লিক করুন। তারপর Continue বাটনে ক্লিক করুন।

3) Continue বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।এখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, স্টেট ইত্যাদি খুব সাবধানে পূরণ করে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে এবার লগইন করতে হবে।

4) লগইন করার সাথে সাথে আপনার স্ক্রিনের স্কলারশিপ অপশনে ক্লিক করার পর ইশান উদয়ের লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই একটি আবেদন ফর্ম খুলবে।

5) এই আবেদনপত্রে, কিছু ব্যক্তিগত তথ্য খুব সাবধানে পূরণ করে, প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করে সাবমিট এ ক্লিক করুন। এই ভাবেই আবেদন সম্পূর্ণ হবে।

আবেদন করার শেষ তারিখ কত?

ইশান উদয় স্কলারশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া প্রতি বছর আগস্ট মাসে শুরু হয়। আবেদন করার শেষ তারিখ ডিসেম্বর মাসে। এই বছর ঈশান উদয় স্কলারশিপ 2024-23 এর জন্য আবেদন করার শেষ তারিখ হল 31 ডিসেম্বর 2024

কারা এই বৃত্তি পাবেন?

প্রার্থীকে অবশ্যই উত্তর-পূর্ব অঞ্চলের স্কুল থেকে 12 তম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

1) শিক্ষার্থীকে অবশ্যই উত্তর-পূর্ব রাজ্যের নিম্নলিখিত অঞ্চলের বাসিন্দা হতে হবে:-

  • অরুণাচল প্রদেশ
  • আসাম
  • মণিপুর
  • মিজোরাম
  • নাগাল্যান্ড
  • সিকিম
  • ত্রিপুরা

2) স্নাতক পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

3) পিতামাতার আয় বার্ষিক 4.5 লক্ষ টাকার বেশি হলে চলবে না।

4) ওই অঞ্চলের অধীন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE), ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSI), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন এডুকেশন (NIOS) এর যেকোনও বোর্ড থেকে 12 তম পাস করা পড়ুয়ারাই টাকা পাবেন।

5) ট্রান্সজেন্ডার প্রার্থীরাও এই স্কিমের অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

হেল্পলাইন নম্বর

1) ইশান উদয় স্পেশাল স্কলারশিপ স্কিম হেল্পডেস্ক ইমেইল: [email protected]

2) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হেল্পলাইন নম্বর: 011 23604446 এবং 011 23604200

3) UGC টোল ফ্রি নম্বর: 1800113355

4) UGC ইমেল: [email protected]

5) ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হেল্পলাইন নম্বর: 01206619540

6) ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হেল্পডেস্ক ইমেল: [email protected]

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 কন্যাশ্রীর এই চাকরিতে বেতন ১১,০০০ টাকা! ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন

👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে

👉 লক্ষীর ভান্ডারে নতুন করে আবেদন, এখন এই সমস্ত কাগজপত্র লাগছে

👉 ৫০০ বা ১০০০ টাকা না! প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন, এই কার্ড থাকলেই

👉 ১০ টি ব্যাংককে জরিমানা করলো RBI, এর মধ্যে ১ টি ব্যাংক পশ্চিমবঙ্গের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *