Girls are not neglected This way you can get 31 lakhs
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় পরিবারে মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে সকলেই তার শিক্ষা এবং বিবাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। আপনিও যদি এই বিষয়ে চিন্তিত হয়ে থাকেন এবং আপনার মেয়ের ভবিষ্যতের জন্য যথোপযুক্ত পরিকল্পনা করতে চান, তাহলে আপনার জন্য অবশ্যই LIC-এর কন্যাদান পলিসি সেরা হতে চলেছে।

এই চমৎকার পলিসি কিনলে, আপনি কেবল আপনার মেয়ের ভবিষ্যৎই সুরক্ষিত করতে পারবেন, তা কিন্তু নয়। বরং তার বিয়ের সময়ও মোটা অঙ্কের অর্থ সাহায্য পাবেন। আসুন আমরা আপনাকে এই পলিসি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিই।

LIC এর কন্যাদান পলিসি কী?

1) এলআইসি কন্যাদান পলিসির সুবিধাভোগীর বাবার বয়স কমপক্ষে 30 বছর হতে হবে।

2) সুবিধাভোগী মেয়ের বয়স কমপক্ষে এক বছর হতে হবে।

3) 13 থেকে 25 বছরের মেয়াদে এই পলিসি নিতে পারেন।

4) এই স্কিমে আপনাকে প্রতিদিন 151 টাকা জমা দিতে হবে। অর্থাৎ মাসে এর অঙ্ক এসে দাঁড়াবে 4,530 টাকায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

5) এরপর পলিসির মেয়াদ শেষ হলে, আপনি 31 লক্ষ টাকা একক পরিমাণ ফেরত পাবেন।

6) এমনকি আপনি 151 টাকার জায়গায় প্রতিদিন 75 টাকা জমা দিলেও 25 বছর পর 14 লাখ টাকা ফেরত পাবেন।

7) বাড়িতে শুধুমাত্র কন্যা সন্তান থাকলেই এই পলিসি দেওয়া হবে।

8) এলআইসি কন্যাদান পলিসির সুবিধাভোগীর বাবার বা পলিসি যিনি কিনছেন, তাঁর বার্ষিক আয় 15,000 টাকার বেশি হতে হবে।

9) পরিবার পলিসির মেয়াদ পূর্তি পর্যন্ত প্রতি বছর 50,000 টাকা করে পাবে।

কীভাবে পাবেন 31 লক্ষ টাকা?

এই পলিসিতে আপনাকে প্রতিদিন 151 টাকা প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ প্রতি মাসে প্রায় 4530 টাকা। আপনি চাইলে এর থেকে কম প্রিমিয়ামে পলিসি নিতে পারেন। তবে এর থেকে প্রাপ্ত পরিমাণও কমে যাবে। মনে রাখবেন, 25 বছরের মেয়াদে এই পলিসি কিনে 22 বছর অবধি আপনাকে প্রিমিয়াম দিতে হবে। বাকি 3 বছর আর কোনও প্রিমিয়াম দিতে হবে না। এইভাবেই 25 বছর পূর্ণ হলে 31 লক্ষ টাকা পেয়ে যাবেন।

কর ছাড়ের সুবিধা

LIC-এর কন্যাদান নীতি আয়কর আইন 1961-এর ধারা 80C-এর আওতায় আসে। তাই প্রিমিয়ামে প্রদত্ত করের উপরও ছাড় পাওয়া যায়। এই পলিসির টাকায় আপনি 1.50 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র

এলআইসি কন্যাদান পলিসি নিতে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে:

1) আপনার আধার কার্ড বা পরিচয়পত্র

2) আয়ের শংসাপত্র

3) আবাসিক প্রমাণ

4) পাসপোর্ট সাইজের ছবি

5) স্বাক্ষরিত আবেদনপত্র

6) কন্যার জন্ম সার্টিফিকেট

7) চেক এবং নগদ উভয় ভাবেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

পলিসি ধারকের মৃত্যুর ক্ষেত্রে বিশেষ সুবিধা

1) এই পলিসি গ্রহণকারী ব্যক্তি যদি অপ্রত্যাশিতভাবে মারা যান, তবে তাঁর পরিবারের সদস্যদের আর প্রিমিয়াম দিতে হবে না।

2) দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবার পাবে 10 লক্ষ টাকা।

3) সাধারণ পরিস্থিতিতে মৃত্যু হলে পরিবার পাবে 5 লক্ষ টাকা।

কীভাবে আবেদন করবেন?

1) এলআইসি কন্যাদান পলিসি 2024- এ আপনার মেয়ের জন্য আবেদন করতে, প্রথমে আপনাকে আপনার নিকটস্থ জীবন বীমা কর্পোরেশন অফিসে যেতে হবে।

2) এবার এলআইসি কন্যাদান নীতি 2024 – আবেদনপত্র নিয়ে তা সাবধানে পূরণ করতে হবে।

3) সমস্ত প্রয়োজনীয় নথিগুলি স্ব-প্রত্যয়িত এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

4) অবশেষে, আপনাকে আপনার সমস্ত নথি এবং আবেদনপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে এবং এর জন্য একটি রসিদ পাবেন আপনি। যা ভবিষ্যৎ-এ কাজে লাগবে। তাই গুছিয়ে রাখবেন।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 অষ্টম শ্রেণী পাশে চাকরি, জেলা আদালতে গ্রুপ-D কর্মী নিয়োগ (Apply Now)

👉 শান্তি পেল ১ কোটিরও বেশি সরকারি কর্মীরা! একসাথে এত কিছু বাড়লো

👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে 

👉 কন্যাশ্রীর এই চাকরিতে বেতন ১১,০০০ টাকা! ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন

👉 ইশান উদয় স্কলারশিপে ৫৪০০ ও ৭৮০০ টাকা দেবে সরকার, কারা আবেদন করবে?

👉 ফ্রিতে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, যদি এই কার্ড থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *