বাংলার ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) দিয়ে আসছে বহুদিন ধরে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের কৃতী পড়ুয়ারাও প্রতিবছর নিয়ম করে এই বিশেষ স্কলারশিপটি পেয়ে থাকে। এর ফলে বর্তমানে ক্রমবর্ধমান লেখাপড়ার খরচের একটা বড় অংশই উঠে আসে এই স্কলারশিপের টাকা থেকে। অন্যান্য বছরের মতো এই বছরও রাজ্যের বিভিন্ন স্তরের কৃতী পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অর্থ পাবে। কিন্তু ইতিমধ্যেই এই স্কলারশিপের কতগুলি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মূল যে প্রশ্নটি পড়ুয়াদের ভাবাচ্ছে তা হল- চলতি বছর কত তারিখের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। তাৎপর্যপূর্ণভাবে এখনও পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন জানানোর শেষ তারিখ ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করা শুরু করে দিয়েছে। এই অবস্থাতেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কর্তৃপক্ষের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ আপডেট এল, যা না জানলে পরে পস্তাতে হতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি কি?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানানোর শেষ তারিখ ঘোষণা করা না হলেও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কর্তৃপক্ষ। জানিয়েছে যত দ্রুত সম্ভব এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। কারণ খুব দ্রুত আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এখনও পর্যন্ত শেষ তারিখ ঘোষণা না করলেও স্কলারশিপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি আবেদন জানানোর শেষ তারিখ ঘোষণা করে দেবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আবেদন জানানোর দিন পেরিয়ে গেলে ছাত্র-ছাত্রীদের পস্তাতে হবে বলে শিক্ষাবিদদের অভিমত। তাই তাঁরাও পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ছেলেমেয়েরা আবেদন করুক।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু
সেই সঙ্গে জানা গিয়েছে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই হয়তো ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের অর্থ প্রদান শুরু করে দেবে রাজ্য সরকার। অতীতেও দেখা গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে অর্থ ঢুকে গিয়েছে। সেই বিষয়টি এবারেও হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অর্থ সঙ্কট প্রবল হয়ে উঠলেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অর্থ দেওয়া নিয়ে কোনও সমস্যা হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp group: Join Now
✅ TELEGRAM: Join Now
Sarkari Update: Click Here