UBKV Recruitment Notice 2023
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UBKV Recruitment Job Notice: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment 2023 Notification প্রকাশিত হয়ে গিয়েছে। সাবজেক্ট ম্যাটার স্পেশালিষ্ট সহ আরো পদে নিয়োগ করা হবে। UBKV Recruitment 2023 -এ আবেদনের জন্য দরকারি আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন ফি, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

UBKV Recruitment 2023

যে শূন্যপদে নিয়োগ হবে

(১) সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (Subject Matter Specialist) 

(২) অ্যাগ্রোমেট অবজার্ভার Agromet Observer  

পদভিত্তিক মোট শূন্যপদ

(১) Subject Matter Specialist
শূন্যপদ ২ টি। ১ টি জেনারেল, ১ টি SC ।

(২) Agromet Observer
শূন্যপদ ২ টি। ১ টি জেনারেল, ১ টি SC ।

শিক্ষাগত যোগ্যতা

(১) Subject Matter Specialist-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই পদে আবেদন করার জন্য, Agrometeorology/ Meteorology/ Agronomy/ Agricultural Physics বিষয়ে স্নাতকোত্তর করা থাকতে হবে। তবে Agrometeorology বিষয়ে স্নাতকোত্তর থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়াও, প্রার্থীদের Ph.D ডিগ্রি এবং/বা NET পাশ করা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।

(২) Agromet Observer-

এই পদে আবেদন করার জন্য, প্রার্থীকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
সাথে, Agro-Meteorology নিয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

(১) Subject Matter Specialist
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারে।

(২) Agromet Observe
এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারে।

বেতনক্রম

(১) Subject Matter Specialist
এই পদে গ্রস পে ১৫,৬০০-৩৯,১০০/- টাকা দেওয়া হবে। সাথে গ্রেড পে মিলবে ৫৪০০ টাকা।

(২) Agromet Observer
এই পদে গ্রড পে ৫,২০০-২০,২০০/- টাকা দেওয়া হবে। সাথে গ্রেড পে মিলবে ২০০০ টাকা।

আবেদনের সময়সীমা

এই পদের জন্য আবেদন শুরু হয়েছে 20.02.2023 থেকে। আবেদন করা যাবে 09.03.2023 তারিখ পর্যন্ত।

আরো পড়ুন: রাজ্যের সমাজ কল্যাণ সেকশনে চাকরি

আবেদন ফি

(১) Subject Matter Specialist
১০০০ টাকা। তবে SC/ST দের জন্য ৫০০ টাকা।

(২) Agromet Observer
৫০০ টাকা। তবে SC/ST জন্য ২৫০ টাকা।

আবেদন পদ্ধতি

(১) এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রথমে https://www.ubkv.ac.in/ লিঙ্কটি ক্লিক করে আবেদন ফর্ম এক বা আবেদন ফর্ম দুই ডাউনলোড করতে হবে।

(২)  এবার আবেদনপত্রটি একটি সাদা A4 পেপারে প্রিন্ট করিয়ে নিতে হবে।

(৩)  ফর্মে দেওয়া প্রতিটি শূন্যস্থান পূরণ করতে হবে নীল বা কালো ডটপেন দিয়ে।

(৪)  নীচে উল্লেখিত ডকুমেন্টগুলো ফর্মের সাথে স্টেপল করে দিতে হবে।

(৫)  ডকুমেন্ট সহ ফর্মটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

(১) বয়সের প্রমাণপত্র

(২)  শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

(৩)  কাস্ট শংসাপত্র (যদি থাকে)

(৪)  বসবাসের প্রমাণপত্র

(৫)  ভিজ্ঞতার শংসাপত্র

(৬)  রঙিন পাসপোর্ট সাইজ ছবি 

যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন

Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O- Pundibari, Dist. Cooch Behar, Pin- 736165, West Bengal.

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp group: Join Now

✅ TELEGRAM: Join Now

📄 Official Notice: PDF Download

📝 Application Form 1: PDF Download

📝 Application Form 2: PDF Download

🌐 Official Website: Visit Now

Sarkari Update: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *