RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ১ টি ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করলো। তবে এই বিধি নিষেধ থাকলেও ব্যাংকিং ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। আসলে এই বিধি নিষেধটি মূলত জারি হলো কিছু ত্রুটি বিচ্যুতির উপর। মূলত ২০২৩ এর ৯ ই মার্চ আরবিআই সিদ্ধান্ত নিয়েছিলো যে, ব্যাংকে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি হলে ব্যাংকের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ চালু করা হবে।
এর আগেও আরবিআই নিয়ম লঙ্ঘনের জন্য আটটি সমবায় ব্যাংকের ওপর জরিমানা করেছিল। অ্যাসোসিয়েট কো অপারেটিভ ব্যাংক লিমিটেড সুরাট ৪ লক্ষ টাকা, ভাসাই জনতা কো অপারেটিভ ব্যাংক পালঘরকে ২ লক্ষ টাকা , মোহাভেরা কো অপারেটিভ ব্যাংক লিমিটেড মুম্বাই কে ২ লক্ষ টাকা, রাজকোট পিপলস কো অপারেটিভ ব্যাংক রাজকোটকে ১ লক্ষ টাকা,জম্মু সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড জম্মু এবং যোধপুর সিটিজেনস কো-অপারেটিভ ব্যাঙ্ক যোধপুরকে ১ লক্ষ টাকা আর ভদ্রদ্রি কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ককে ২ লক্ষ টাকা জরিমানা করেছিলো।
এখন আর বি আই লখনউয়ের ইন্ডিয়ান মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাঙ্কের উপর যে বিধি নিষেধ গুলো চালু করেছে সেগুলোও আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এই বিধি নিষেধ চলাকালীন এই সকল ব্যাংকে যেসব গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে , তারা এক লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না।
Read More: ২০০৮ সালের দামেই কিনতে পারবে, সরকারী কর্মীদের পক্ষে বিরাট রায় দিল আদালত
এই সকল ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট অর্থাৎ সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে এবং অন্যান্য অ্যাকাউন্টও হতে পারে, সব ক্ষেত্রেই এই বিধি নিষেধ থাকবে।
এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেই বিবৃতিতে আর বি আই জানিয়েছে যে,লখনউয়ের ইন্ডিয়ান মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাঙ্ক আর বি আই এর থেকে আগে থেকে অনুমতি না নিয়ে কোনরকম ঋণ বা অগ্রিম দিতে পারবে না। আবার তারা পুরোনো কোন ঋণকে পুনর্নবীকরণও করতে পারবে না। এমনকি কোন রকমের বিনিয়োগ করতে গেলে তাদের আগে আরবিআই এর থেকে অনুমতি নিতে হবে।
এর পাশাপাশি লখনউয়ের এর ইন্ডিয়ান মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা ১ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। তবে এই সকল বিধি নিষেধ জারি হলেও তাদের ব্যাংকিং কাজ কিন্তু তারা বহাল তবিয়াতে চালু রাখতে পারবেন,কারণ আর বি আই বলেছে, এই বিধি নিষেধ জারি হাওয়াকে মোটেই ব্যাংকিং লাইসেন্স বাতিল হওয়া বলে না। কারণ ব্যাংকিং ব্যবসা সমস্তটাই চালু থাকবে।
Read More: কৃষক বন্ধুর টাকা ঢুকবে এই মাসেই, জানা গেল সঠিক তারিখ
শুধু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লখনউয়ের ইন্ডিয়ান মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর এই সকল নিয়ম জারি থাকবে। আগামী ২০২৪ সালের ১০ই সেপ্টেম্বর পর্যন্ত এই সকল বিধি নিষেধ থাকবে।
তবে আর বি আই আরও জানিয়েছে যে পরিস্থিতির পর্যবেক্ষণ করে এই নির্দেশ গুলোর মধ্যে কিছু কিছু নির্দেশ তারা সংশোধনও করতে পারে। তাদের বিবৃতি অনুযায়ী, ছয় মাসের জন্য এই সকল নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, ছয় মাস পর তারা সমস্ত পরিস্থিতির আবার পর্যালোচনা করে দেখবে আর তখন বিধি-নিষেধের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে।