বর্তমানে যে হারে বাজারের চাহিদা তুঙ্গে উঠে যাচ্ছে তাতে একার রোজগারে সংসার চালানো বেশ কষ্টসাপেক্ষ হয়ে উঠছে। অনেক মহিলা আছেন, যারা ঘরে বসে কাজ করতে চাইছেন, তাই সেই সকল মহিলাদের কথা ভেবে আজ আমরা অ্যামাজন কোম্পানির ওয়ার্ক ফ্রম হোম জব সম্পর্কে আপনাদের জানাবো, এই কাজটি বাড়িতে বসেই করা সম্ভব, আসলে অ্যামাজন ভার্চুয়াল কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে।
এই পদে আপনিও আবেদন করতে পারবেন, যদি আপনার উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে। এই পদে আবেদন করবার জন্য কী কী করতে হবে তার সম্পূর্ণটাই এই প্রতিবেদনে বলে দেওয়া হলো।
পদের নাম হলো- অ্যামাজন ভার্চুয়াল কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট
পদের সংখ্যা- এতে নির্দিষ্ট সংখ্যক কোন শূন্য পদ নেই তবে আপনি যদি এই কোম্পানির শিক্ষাগত যোগ্যতার মানদন্ড পূরণ করতে পারেন, তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন।
বেতন- এই পদে নিযুক্ত কর্মীদের বার্ষিক বেতন হবে ২ লক্ষ ৪৭ হাজার থেকে ৪ লক্ষ ২০ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করবার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা লাগবে, তবে যদি কেউ আরো বেশি উচ্চশিক্ষা সম্পন্ন হতে পারেন, তাহলে আরো ভালো।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা শূন্য ও হতে পারে, আবার এক থেকে তিন বছরের অভিজ্ঞতাও থাকতে পারে- সব ক্ষেত্রেই একজন প্রার্থী আবেদন করতে পারবেন।
এই পদে আবেদন করবার জন্য কতগুলি বিষয় মাথায় রাখতে হবে, সেগুলি হলো-
প্রার্থীকে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে ও লিখতে জানতে হবে। অবশ্যই তার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে, ভারতে কাজ করার অনুমতি থাকতে হবে, সকাল ছয়টা থেকে ১১ঃ০০ টার মধ্যে বিভিন্ন সময় কাজ করতে পারবেন প্রার্থী সপ্তাহের সাত দিন।
এছাড়া ঘুরানো শিফট মানে সকাল-বিকেল রাত সপ্তাহ এবং প্রয়োজনীয় অতিরিক্ত সময়ও কাজ করতে হতে পারে, এমনও হতে পারে যে প্রার্থীকে একটু শান্ত জায়গায় একটি ডেস্ক ও চেয়ার নিয়ে কাজ করতে হচ্ছে নিজস্ব অফিসে বসে, আবার এমনও হতে পারে আপনার ইন্টারনেট সংযোগ আছে যার গতি কমপক্ষে ২০মেগাবাইট প্রতি সেকেন্ডে ডাউনলোড এবং ৮ মেগাবাইট প্রতি সেকেন্ডে আপলোড- এই সকল ক্ষেত্রগুলি যদি মেনে চলা আপনার পক্ষে সম্ভবপর হয় তাহলে এই চাকরিটি আপনার হতে পারে।
Read More: SC, ST রা তো পাচ্ছেই! এখন জেনারেলরাও পাবে যোগ্যশ্রীর সুবিধা
এইবার এই পদে কীভাবে আবেদন করবেন?
প্রথমে আপনাকে অ্যামাজনের ওয়েব সাইটে যে কোনো ওয়ার্ক ফ্রম হোম চাকরির বিজ্ঞাপন খুঁজে বের করে নিতে হবে। তারপর বিজ্ঞাপনে গিয়ে ‘Apply Here’ বা ‘Apply Online’ ক্লিক করুন, এরপর আপনি অ্যামাজনের ক্যারিয়ার পৃষ্ঠায় পৌঁছে যাবেন।
আপনার যদি অ্যামাজনের ক্যারিয়ার অ্যাকাউন্ট আগে থেকে না খোলা থাকে, তাহলে ‘Create Account’বোতামে ক্লিক করে একাউন্ট তৈরি করুন আর একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন,এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি হলে, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিন।
এরপর আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের আবেদনপত্রটি খুঁজে নিন আর প্রয়োজনীয় সব তথ্য নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা,পূর্ব কর্ম অভিজ্ঞতা ইত্যাদি ফিল আপ করুন।
আপনি আপনার বক্তব্যের সাপেক্ষে প্রাসঙ্গিক নথি সকল আপলোড করে ‘আবেদন জমা দিন’ অপশনে ক্লিক করুন। আবেদনপত্রটি ভালো মতো খেয়াল করুন, কোনও ত্রুটি না থাকলে, সেটি ‘Submit’ অপশনে ক্লিক করুন। আপনি আবেদন পত্র দেওয়ার সাথে সাথে প্রয়োজনীয় যোগ্যতার নথি জমা দেবেন এবং সুন্দর করে একটি ত্রুটিমুক্ত কভার লেটার লিখে রাখবেন।