দেশের প্রায় 40 কোটি মানুষের আয়ুষ্মান কার্ড (Ayushman Card) রয়েছে। আপনারও যদি আয়ুষ্মান কার্ড থাকে, তাহলে আপনি সংশ্লিষ্ট হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চিকিৎসা ব্যয়ের মধ্যে, আয়ুষ্মান কার্ড একটি বড় অস্ত্রের চেয়ে কম নয়, যদিও সবাই আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারে না।
আপনিও যদি আয়ুষ্মান কার্ড তৈরি করতে চান, তাহলে এই খবরটি আপনার জন্য উপযোগী। এতে আমরা আপনাকে জানাব কীভাবে ঘরে বসে মোবাইল থেকে ২৪ ঘন্টার মধ্যে কীভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন।
আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে তৈরি করবেন?
1) প্রথমে আয়ুষ্মান ভারত PMJAY-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://pmjay.gov.in/ গিয়ে Am I Eligible অপশনে ক্লিক করতে হবে।
2) একটি নতুন পেজ খুললে, সেখানে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করে ক্যাপচা কোড লিখে লগইন অপশনে ক্লিক করতে হবে।
3) এবার সার্চ ফর বেনিফিশিয়ারি অপশনে ট্যাপ করে আসল আবেদন শুরু হবে।
4) রাজ্য নির্বাচন করে স্কিমে PMAY লিখুন। Search By-এ, গ্রাহকের রেশন কার্ডের জন্য ফ্যামিলি আইডি, আধার কার্ড বা Location Rural বা Location Urban নির্বাচন করতে হবে।
5) এবার জেলা বিকল্পে ট্যাপ করে Search অপশনে ট্যাপ করতে হবে।
Read More: মে মাসে কোটি কোটি মানুষের টাকা ঢুকবে, এর আগে পেলে এবারও পাবেন
6) যদি ফ্যামিলি আইডি অপশন সিলেক্ট করা থাকে, তাহলে সেটিতে ট্যাপ করুন অথবা আপনাকে আধার নম্বর লিখতে হতে পারে।
7) এবার পরিবারের সকল সদস্যের বিবরণ পাবেন। যে সদস্যের নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করবেন, তাঁর আধার ওটিপি, আঙুলের ছাপ, আইআরআইএস স্ক্যান বা মুখের ছবির মাধ্যমে যাচাই করতে হবে।
8) আধার বিকল্প নির্বাচন করার সময়, OTT এর মাধ্যমে ফের যাচাই করতে হবে।
9) এবার আপনার নির্বাচিত একটি নতুন পেজ খুলবে। আবার ওটিপি যাচাই করতে হবে।
10) এবার প্রমাণীকরণ পেজটি খুলবে, যেখানে বলা হবে যে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন জমা দেওয়া হয়েছে।
11) সবশেষে এই পৃষ্ঠাটি স্বয়ংক্রিয়ভাবে নতুন পেজে পুনঃনির্দেশিত হলে, সেখানে আপনাকে e-kyc বিকল্পে ট্যাপ করে Aadhaar OTP অপশন সিলেক্ট করতে হবে।
12) তারপর আপনাকে সংশ্লিষ্ট পৃষ্ঠা সিলেক্ট করে OTP লিখে জমা দিতে হবে।
13) এবার সমস্ত বিস্তারিত আপনার সামনে আসবে। আপনি আপনার ফটো দেখতে পাবেন। ক্যাপচার ফটোতেও ট্যাপ করতে হবে। আপনার পাসপোর্ট সাইজের ছবি ফোনের ক্যামেরা থেকে সিলেক্ট করে, মোবাইল নম্বর, সম্পর্ক, পিনকোড, রাজ্য, জেলা, গ্রামীণ বা শহুরে, সবটা নির্বাচন করে জমা দিতে হবে।
এই ভাবেই আয়ুষ্মান কার্ডের আবেদন সম্পূর্ণ হবে। মনে রাখবেন, আপনি সঠিকভাবে আবেদন করতে পারলে, আয়ুষ্মান কার্ড অনুমোদিত হতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে।
Read More: ট্রেনে তো চাপেন, ট্রেনের লোকো পাইলটের মাসিক বেতন কত জানেন কি?
কারা পাবেন আয়ুষ্মান কার্ডের সুবিধা?
1) দারিদ্র্য সীমার নীচের মানুষ অর্থাৎ BPL ক্যাটাগরির ব্যক্তিরা আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারেন।
2) এছাড়াও নিম্ন আয় এবং আর্থ-সামাজিক জাতি শুমারি (SECC) ডাটাবেসে তালিকাভুক্ত পরিবারগুলি এই সুবিধা পাবেন।