ভারতীয় রেল দেশের লাইফলাইন। ট্রেনে চড়ে এদিক ওদিক গন্তব্যে পৌঁছে যান। কিন্তু যে মানুষটির সাহায্যে আপনি ট্রেনে ভ্রমণ করছেন, যে মানুষটি খেয়াল রাখছে বলে আপনি নির্বিঘ্নে নির্দিষ্ট স্থানে পৌঁছোতে পারছেন, তাঁকে চেনেন? তিনি হলেন লোকো পাইলট (Loco Pilot)। বিমানের পাইলটের মতো এই ট্রেনের পাইলটের বেতনও আকাশচুম্বী। সবটা জেনে নিন আসুন।
কোন শিক্ষাগত যোগ্যতার লোকো পাইলট হওয়া যায়?
1) নির্দিষ্ট ক্ষেত্রে আইটিআই পাস হতে হয়।
2) ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারবেন।
3) এছাড়াও বিশেষ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পাস করলে লোকো পাইলট হওয়া যায়।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বনাম সহকারি লোকো পাইলট
সহকারি লোকো পাইলট ট্রেনটি সুষ্ঠুভাবে চালানোর জন্য লোকো পাইলটকে সাহায্য করেন। লোকো পাইলট ট্রেনের ইঞ্জিন পরিচালনা করেন। সিগন্যালের পরিবর্তন খেয়াল রেখে, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ট্রেনের যাবতীয় সমস্যা মেটান। এত কিছুর জন্যই এটি ভারতীয় রেলের উচ্চপদস্থ পদ।
Read More: মাধ্যমিক পাস করলেই ৫ টি স্কলারশিপ পাক্কা, আবেদন করলেই মিলবে টাকা
মনে রাখবেন, কেউ কিন্তু সরাসরি লোকো পাইলট হিসেবে চাকরি পান না। প্ৰথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিশেষ পরীক্ষার মাধ্যমে চাকরি পান। এরপর সহকারী লোকো পাইলট হিসেবে অভিজ্ঞতা অর্জনের পর প্রমোশন হয়ে লোকো পাইলট হওয়া যায়।
লোকো পাইলটের মাসিক বেতন কত?
শুরুতে লোকো পাইলট 25,000 টাকার বেতন পান। এর সঙ্গে যুক্ত হয় বাড়ি ভাড়া ভাতা ও পরিবহন ভাতার মতো অতিরিক্ত সরকারি সুবিধা। যেমন, চলতি বছরের শুরুতে সহকারি লোকো পাইলট নিয়োগ করছিল রেল। বেতনের হার ছিল নিম্নরূপ-
- বেতন স্কেল – 19,900 টাকা
- বেতন স্তর লেভেল 2
- গ্রেড পে- 1900 টাকা
- মহার্ঘ ভাতা (DA) – 10,700 টাকা থেকে 11,500 টাকা
- বাড়ি ভাড়া ভাতা (HRA) – 950 টাকা থেকে 1020 টাকা
- পরিবহন ভাতা – 820 টাকা থেকে 900 টাকা
- Nty Allowance – 350 টাকা থেকে 390 টাকা
- চলমান ভাতা – 6000 টাকা থেকে 6300 টাকা
- মোট বেতন – 26,000 টাকা থেকে 35,000 টাকা
- নেট বেতন – 24,000 থেকে 34,000 টাকা
- নেট ডিডাকশন – 1800 টাকা থেকে 1900 টাকা
প্রায় এই একই নিয়মে টাকা পান লোকো পাইলটও। আসলে, প্রার্থীর পদ অনুযায়ী এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতনও পরিবর্তিত হতে পারে। যেমন একজন অভিজ্ঞ লোকো পাইলট মাসে অন্তত 3-6 লক্ষ টাকা পর্যন্ত মাইনে পান।
Read More: রাজ্যে সদর হাসপাতালে হাউস স্টাফ এর চাকরি, এত তারিখে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে
1) মেল ট্রেনের লোকো পাইলটের মাসিক বেতন 60,000 টাকা।
2) মালবাহী ট্রেনের লোকো পাইলটের মাসিক বেতন 40,000 টাকা।
3) প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলটের মাসিক বেতন 28,000 টাকা।
4) শান্টিং লোকো পাইলটের মাসিক বেতন 70,000 টাকা।