GDS 2023 Result PDF Download Link
WhatsApp Group Join Now

গত ২৭শে জানুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্রামীণ ডাক সেবক(GDS) পদে আবেদন চলছিল। এখান থেকে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিয়োগ করা হত। সারা দেশ জুড়ে গ্রামীণ ডাক সেবক বিভাগে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৪০ হাজার ৮৯৯ টি

আজকের বিষয়ঃ-

GDS 2023 Result PDF Download

ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হয়েছিল ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে। গতকাল, ১১ই মার্চ ২০২৩ তারিখে সন্ধেবেলায় গ্রামীণ ডাক সেবক পদে আবেদনকারীদের বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলো। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেজাল্ট ডাউনলোড করার লিংক দিয়েছিলাম।  

GDS 2023 Merit List Published

এই মেরিট লিস্ট তালিকাটি প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যের মেরিট লিস্ট ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের নিয়োগে, পশ্চিমবঙ্গে GDS এর মোট শূন্য পদ ছিল 2127 টি। PDF এ অবশ্য পশ্চিমবঙ্গের প্রার্থীদের মোট ২১২৫ জনের নাম প্রকাশ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লক অনুযায়ী প্রার্থীদের নাম এবং মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইটে।

GDS Result 2023 Download

এখনও যারা মেরিট লিস্ট দেখতে পারেননি, তারা নীচের লিঙ্কটি ক্লিক করে, নিজের রাজ্যের নামে ক্লিক করে মেরিট লিস্টটি ডাউনলোড করুন।

WhatsApp Group Join Now

https://indiapostgdsonline.gov.in এটি ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনারা নিজেদের রাজ্যের এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের মেরিট লিস্ট PDF আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

যদিও যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হয়েছেন, ইন্ডিয়ান পোস্টের তরফে তাদের মোবাইল নাম্বারে এবং ইমেইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে আপনারা চাইলে আগে থেকেই প্রকাশিত PDF এ আপনাদের নাম খুজে নিতে পারবেন।

তবে মনে রাখবেন, প্রকাশিত মেরিট লিস্টে নাম থাকা মানেই চাকরি না। যাদের নাম লিস্টে আছে, তাদের এরপরে ডকুমেন্ট করা হবে, যেখানে সমস্ত নথি সঠিকভাবে যাচাই করা হবে। ডকুমেন্ট ঠিক থাকলে, তা যাচাই হবার পরেই যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান পোস্টে চাকরি পাবেন।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

Important Link

WhatsApp Group: Join Now

GDS 2023 Result: PDF Download

Sarkari Update: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *