MINISTRY OF ENVIRONMENT FOREST & CLIMATE CHANGE Recruitment
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরি খুঁজছেন! এই চাকরির দারুণ খবরটি তাহলে আপনার জন্যই। আপার ডিভিশন ক্লার্ক, আসিস্ট্যান্ট, সেকশন অফিসার পদে নিয়োগ করছে বন দফতর। শুধুমাত্র কলেজ পাশ শিক্ষাগত যোগ্যতাতেই মিলছে চাকরি।

কয়েকটি শর্ত পূরণ করলেই বেতন দেওয়া হবে 1 লক্ষ টাকার বেশি। বিশ্বাস না হলে বিজ্ঞপ্তি পড়ুন। আর মনে রাখবেন যে আবেদন শুরু হয়ে গিয়েছে 27 এপ্রিল থেকে। 27 এপ্রিলের হিসাবে পরবর্তী 45 দিনের মধ্যে আবেদন পত্র কিন্তু পাঠিয়ে দিতে হবে অফিসে।

যেসমস্ত পদে নিয়োগ হবে

(1) আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk)

(2) আসিস্ট্যান্ট (Assistant)

(3) সেকশন অফিসার (Section Officer)

পদ অনুযায়ী বেতনের বিবরণ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1. আপার ডিভিশন ক্লার্ক পদের শূন্যপদ একটা। বেতন 2016-এর পে ম্যাট্রিক্সে লেভেল 4 [Rs.25500/- Rs.81100/]।

2. আসিস্ট্যান্ট এর শূন্যপদ একটা। বেতন 2016-এর পে ম্যাট্রিক্সে লেভেল 6 [Rs.35400/- থেকে 112400/- টাকা]।

3. সেকশন অফিসার পদের শূন্যপদ একটা। বেতন 2016-এর বেতন ম্যাট্রিক্সে লেভেল 7 [Rs.44900/- Rs.142400/]।

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা

আপার ডিভিশন ক্লার্ক

1) ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। 2) পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে জ্ঞান থাকা প্রার্থীদের জন্য বাঞ্ছনীয়।

2) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি।

আসিস্ট্যান্ট

একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি।

Read More: ৬৮,০০০ টাকা প্রতি মাসে বেতন! BECIL এর চাকরিতে আবেদন চলছে

সেকশন অফিসার

1) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী।

2) অ্যাকাউন্ট, প্রশাসন, ভিজিল্যান্স স্থাপনে দুই বছরের অভিজ্ঞতা।

3) একটি সরকারী অফিস বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা স্বায়ত্তশাসিত সংস্থা বা সংবিধিবদ্ধ সংস্থায় কাজের অভিজ্ঞতা।

কীভাবে আবেদন করবেন?

নির্ধারিত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। 18 থেকে 56 বছর বয়সী চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত নথিপত্র যথাযথ ভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে

আবেদনের লাস্ট ডেটঃ 11.06.2024

Read More: নগদ ৮০০ টাকা দেবে রাজ্য সরকার, মেধাশ্রীতে আবার আবেদন শুরু হলো

গুরুত্বপূর্ণ লিঙ্ক

📄 Official Notice: Download

✅ Application Form: Download (Page No-10)

🌐 Official Website: Visit Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *