তাপপ্রবাহের জ্বালায় পুড়ছে দক্ষিণবঙ্গ। হাঁসফাঁস অবস্থা। এমন অবস্থায় মাথায় রোদ নিয়ে স্কুলে যাওয়া পড়ুয়াদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই আর দেরি না করে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার্থে ছুটির দিকে ঝুঁকল রাজ্য। আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সব স্কুল-কলেজে গরমের ছুটি শুরু হয়ে যাবে।
মে মাসের জন্য অপেক্ষা না করে, মে মাস শুরুর আগেই ছুটি দিয়ে দেওয়া হল স্কুলে স্কুলে। এবার কতদিন ধরে চলবে ছুটি? সেটাই জানাব আমরা। আর কারা এই ছুটি পাবেন না, সেটাও জেনে নেওয়া জরুরি।
পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার রাজ্যের চরম তাপ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 22 এপ্রিল থেকে সরকারি এবং সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই সময়ের মধ্যে ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও ছুটি পেয়ে যাবেন, তবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের নির্দেশও তাঁদের উপর লাঘু হবে। সম্প্রতি, রাজ্য সরকারের তরফে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর।
Read More: আরো 136 টি শহরে জিওর এই পরিষেবা চালু হলো, ৫০ দিন সবকিছু একদম ফ্রি
কারা কারা এখন একদমই ছুটি পাবেন না?
প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বোর্ডের চেয়ারপার্সনদের কাছে স্কুল শিক্ষা সচিবের জারি করা নোটিশে বলা হয়েছে, প্রচণ্ড গরমের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন নির্ধারিত সময়ের আগেই প্রশাসনিক এখতিয়ারভুক্ত স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে।
22শে এপ্রিল থেকে এটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্বত্য দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলগুলি এর ব্যতিক্রম হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে বর্তমান একাডেমিক প্রোগ্রাম চালিয়ে যেতে হবে। আর নবান্নের আগের নির্দেশ মতো 3 জুন অর্থাৎ নির্বাচনের ফলাফলের আগের দিন স্কুল খুলতে পারে।
প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে এবং দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের অনেক স্কুলকে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প এবং ভোট কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে, তাই রাজ্যে ভোট শুরুর আগে 6 মে থেকে প্রথম গ্রীষ্মকালীন ছুটি নির্ধারণ করা হয়েছিল।
Read More: প্রতিদিন ৭ টাকা করে হবে? তাহলেই মাসে ৫০০০ টাকা করে পাবেন, কীভাবে জেনে নিন
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ প্রসঙ্গে বলেছেন যে বেসরকারি স্কুলগুলিকেও শিক্ষার্থীদের স্বার্থে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে।