7 rupees per day Only then you will get 5000 rupees per month
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের দিনে এমন অনেকেই রয়েছেন, যাঁরা ভালো স্কিম বা বিনিয়োগ সংক্রান্ত কোনও পলিসির খোঁজ পেলে আগে চিটফান্ড নিয়ে ভয় পান। কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনও ঝুঁকির সম্ভবনা অনেকাংশেই কম। কারণ অটল পেনশন যোজনা একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প।

দেশের পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA) এই প্রকল্পটি চালায়। আসলে, বৃদ্ধ বয়সে ব্যক্তিদের আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার 2015-16 বাজেটে অটল পেনশন যোজনা চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার সাধারণ মানুষকে, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের ব্যক্তিদের ঝুঁকিবিহীনভাবে যতটা সম্ভব সঞ্চয় করতে সাহায্য করছে।

তাই সামান্য বিনিয়োগের বাজিমাত। মাত্র 7 টাকাই কাফি। আপনিও কি কম বিনিয়োগের মাধ্যমে আজীবন পেনশন পাওয়ার বিকল্প খুঁজছেন? আপনিও কি অসংগঠিত ক্ষেত্রের ব্যক্তি? তাহলে আর চিন্তা নেই। আজকের এই বিশেষ পেনশন স্কিমে নিজের চোখেই সমস্ত সুবিধা উপলব্ধি করে বিনিয়োগ শুরু করতে পারেন।

Read More: ১৫,০০০ এর বেশি টাকা তোলা যাবেনা! আরো ১টি ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা দিল RBI

এই পেনশন স্কিমের নাম অটল পেনশন যোজনা। এই অটল পেনশন প্রকল্পের অধীনে বছরে 60,000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে। এখানে জেনে নিন অটল পেনশন যোজনার সুবিধা। এবং কীভাবে 7 টাকা বিনিয়োগ করে 5000 টাকা করে পাবেন।

প্রতিদিন 7 টাকা দিয়ে 5000 টাকার সুবিধা নেওয়ার নিয়ম

প্রতিদিন 7 টাকা জমা করলেই, আপনি অবসর গ্রহণের পরে অর্থাৎ 60 বছর পরে প্রতি মাসে সর্বাধিক 5,000 টাকা করে পেনশন পেতে শুরু করবেন। এর মানে আপনাকে প্রতি মাসে মাত্র 210 টাকা করে বিনিয়োগ করবে হবে। এই অটল পেনশন যোজনা কিন্তু কোনও ঝুঁকি ছাড়াই প্রতি মাসে একটি নিশ্চিত পেনশন প্রদান করে।

বিনিয়োগের নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি 18 বছর বয়সে দাঁড়িয়ে বৃদ্ধ বয়সের মাসিক পেনশনে সর্বোচ্চ 5,000 টাকা পেতে চান, তাহলে আপনাকে এখন থেকেই প্রতি মাসে 210 টাকা দিতে হবে।

প্রতি মাসের বদলে প্রতি তিন মাসে দিতে চাইলে আপনাকে 626 টাকা করে দিতে হবে।

প্রতি মাসের বদলে প্রতি ছয় মাসে আপনাকে 1,239 টাকা দিতে হবে।

Read More: তৃণমূল আমলে চাকরি পাওয়া ৫৯,৫০০ জন বিপদে! এই শর্ত দিল আদালত

মনে রাখবেন, আর আপনি 60 বছর বয়সের পর প্রতি মাসে 1,000 টাকা পেনশন পেতে চান, তাহলে 18 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করুন, প্রতি মাসে 42 টাকা জমা করুন সরকারের ঘরে। সেই টাকা জমিয়ে আপনাকেই আপনার বার্ধ্যক্যকালীন সুবিধা দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *