Cant withdraw more than 15000 RBI bans 1 more bank
WhatsApp Group Join Now

দেশের বৃহত্তম ব্যাঙ্ক আরবিআই একটি জনপ্রিয় ব্যাঙ্ক থেকে টাকা তোলা সহ অন্যান্য অনেক নিয়ম বিধিনিষেধ আরোপ করেছে। এ কারণে ব্যাংকের সঙ্গে যুক্ত গ্রাহকরা টাকা তোলার ক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মূলত সোমবার মুম্বাই-ভিত্তিক সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্রমাগত খারাপ হতে থাকা আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে। এতে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তোলার জন্য 16,000 টাকারও কম সীমা আরোপ করা হয়েছে।

গ্রাহকরা অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র এই অল্প পরিমাণ টাকা তুলতে পারবেন

ব্যাংকে সমস্ত সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার বা আমানতকারীরা 15,000 টাকার বেশি তুলতে পারবেন না। আর শুধুমাত্র যোগ্য আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) থেকে নিজেদের জমাকৃত আমানতের 5 লক্ষ টাকা পর্যন্ত আমানত বীমা দাবি করতে পারবেন।

আরো পড়ুন: গ্রামের মানুষ ১ লাখ ২০ হাজার ও শহরের মানুষ ১ লাখ ৫০ হাজার টাকা পাবে, এই লিষ্টে নাম থাকলেই

উল্লেখ্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ওই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল না করলেও বেশ কিছু বাধ্যবাধকতা বেঁধে দিয়েছে। যেমন,এখন থেকে সর্বোদয় সহকারি ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া কোনও ঋণ এবং অগ্রিম দিতে বা নবায়ন করতে পারবে না।

এমনকি কোনও দায় ও বাধ্যবাধকতা পালনেও কোনও বিনিয়োগ করতে, কোনও দায় বহন করতে বা কোনও অর্থপ্রদান করতে পারবেন না। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 35A-এর অধীনে সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্কের জন্য এই বিধিনিষেধগুলি সোমবার অর্থাৎ 15 এপ্রিল, 2024 সালে কার্যকর হয়েছে৷

WhatsApp Group Join Now

আরো পড়ুন: ভোটের মধ্যেই বদলে যাবে রেশন কার্ড! শুধু করতে হবে এই কাজ

একই সময়ে, কেন্দ্রীয় ব্যাঙ্ক মহারাষ্ট্রের শুপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এটি প্রথমবার নয় যে আরবিআই কোনও ব্যাঙ্কের উপর এমন নির্দেশ জারি করেছে। এর আগেও, আরবিআই পিএমসি ব্যাঙ্কে টাকা তোলার ক্ষেত্রে একই রকম বিধিনিষেধ আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *