UPSC CAPF 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহী হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের ধাপগুলি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি পড়ার পরেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ভুলভাবে বা কোনও যোগ্যতা ছাড়া আবেদন করলে, সেই প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (CAPF) সহকারী কমান্ড্যান্টের 506 টি পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট upsconline.nic.in-এ গিয়ে চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। upsc.gov.in- এ গেলেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। বেতন কত পাবেন, তাও জানতে পারবেন।
কোন কোন পোষ্টে ইউপিএসসি দ্বারা নিয়োগ হচ্ছে?
1) বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ): 186টি পদ
2) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF): 120টি পদ
3) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ): 100টি পদ
4) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP): 58টি পদ
5) সশস্ত্র সীমা বল (SSB): 42টি পদ
Read More: ডাটা এনট্রি সহ আরো পোষ্টে চাকরি! ২১,৬৩২ টাকা থেকে বেতন শুরু
যোগ্যতার মানদণ্ড
জাতীয়তা: প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
বয়স সীমা: প্রার্থীদের বয়স পয়লা আগস্ট 2024 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 25 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
লিঙ্গ: সহকারী কমান্ড্যান্ট পদের জন্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদনের যোগ্য।
আবেদন ফি কত?
UPSC CAPF 2024 পরীক্ষার জন্য আবেদন ফি হল 200 টাকা। যদিও, মহিলা, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি বিভাগের প্রার্থীদের পরীক্ষার ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নিয়োগের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন?
1) প্রথমবার আবেদনকারী প্রার্থীদের অবশ্যই https://upsconline.nic.in/ ওয়েবসাইটে দেওয়া লিঙ্কটি ব্যবহার করে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR) প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। OTR পূরণ করার পর তাঁরা আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু করতে পারেন।
2) যে প্রার্থীরা পূর্বে UPSC CAPF বা কমিশন দ্বারা পরিচালিত অন্য কোনো পরীক্ষার জন্য OTR সম্পন্ন করেছেন তাঁদের আবার নিবন্ধন করতে হবে না। এই ধরনের প্রার্থীরা নিজেদের নিবন্ধনের বিবরণ প্রদান করে আবেদনপত্র পূরণ করতে পারেন।
Read More: ইডি (ED) কীভাবে হওয়া যাবে? এদের বেতন কত এবং কী কাজ করতে হয়?
আবেদন করার প্রক্রিয়া
1) এই নিয়োগের জন্য আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
2) ওয়েবসাইটের হোম পেজে What’s New বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত লিঙ্কে ক্লিক করুন।
3) এখন পরবর্তী পৃষ্ঠায় ক্লিক করে এগিয়ে যেতে হবে।
4) এখন আপনাকে প্রথমে New Registration লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করতে হবে।
5) এর পরে আপনাকে অন্যান্য বিবরণ পূরণ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
6) পরিশেষে, প্রার্থীকে নির্ধারিত ফি জমা দিতে হবে এবং সম্পূর্ণরূপে পূরণকৃত ফর্মের একটি প্রিন্টআউট নিতে হবে এবং এটি নিরাপদে রাখতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
1) যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
2) লিখিত পরীক্ষায় পাস করলে শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।
3) মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া 24 এপ্রিল থেকে শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, 14 মে 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদন পত্রে ভুল থাকলে 21/05/2024 তারিখের মধ্যে সংশোধন করতে পারবেন। 04/08/2024 তারিখে পরীক্ষা নেওয়া হবে।
Read More: পিএম কিষানে টাকা তো ঢুকছেই, এবার কুসুম যোজনাতে আরো বেশি সুবিধা পাবেন
গুরুত্বপূর্ণ লিঙ্ক
📄 Official Notice: Download
✅ Online Application: Apply Now
🌐 Official Website: Visit Now