Get 5000 rs if jailed new announcement within the vote
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা নির্বাচনের দামামা বাজছে। ভোটে জেতার জন্য একের পর এক বড় প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার ও রাজ্য সরকারের বিরোধী দলগুলো। এরই মাঝে আরও বড় একটি প্রতিশ্রুতির কথা সামনে এসেছে। যেখানে জেলের ঘানি টানলেই 5000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কোন শর্তে প্রতি মাসে এই টাকা পেয়ে যাবেন, সে কথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অধিকারীর তরফে।

আসলে, রাজ্যের উন্মুক্ত কারাগারের বন্দীদের বার্ধক্য ভাতা দেওয়ার কথা ভাবছে বঙ্গ সরকার। লোকসভা নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গিয়েছে, বাংলায় চারটি মুক্ত কারাগার রয়েছে, যেখানে দুই শতাধিক বন্দি রয়েছে। তাঁদেরই বয়সের কথা মাথায় রেখে বিবেচনা করা হচ্ছে।

Read More: লটারিতে যত টাকায় জিতুন, এত % ট্যাক্স কাটবেই সরকার

মুক্ত কারাগারের বন্দিরা যাতে চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য সকালে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যায় আবার কারাগারে ফিরে আসে। এই বন্দীদের মধ্যে অনেকের বয়স 60 বছর অতিক্রম করেছে এবং কর্মক্ষমতাও অনেক কমে গিয়েছে। এই বিষয়টি মাথায় রেখেই তাঁদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার।

এই খবর চাউর হওয়ার পাশাপাশিই এবার শুভেন্দু অধিকারী দলীয় নেতাদের আর্থিক সুবিধার কথা তুলে ধরলেন। তিনি জানিয়ে দিয়েছেন যে 2026 সালে বিজেপি সরকার ক্ষমতায় এলে 5 হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে

Read More: পিএম কিষানে টাকা তো ঢুকছেই, এবার কুসুম যোজনাতে আরো বেশি সুবিধা পাবেন

সমস্ত দলীয় কর্মীরা কোনও অপরাধ না করেই জেলের ঘানি টানতে বাধ্য হয়েছেন, রাজ্যে বিজেপি জিতলেই তাঁরা এই টাকা পাবেন। নিশ্চয়ই ভাবছেন 2024 নয় কেন? আসলে বিরোধীদের দাবি যে 2024 সালের লোকসভা নির্বাচনকে ধরে 2026 এর প্রচারের কাজ এগিয়ে রাখছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *