Non Teaching Staff and Teaching Staff Job Recruitment: রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে বহু সংখ্যক পদে নিয়োগ করা হবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে টিচিং এবং নন-টিচিং দুই ধরণের পোস্টই রয়েছে। নিয়োগ হবে অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে। Kendriya Vidyalaya Sevoke Road Siliguri New Jalpaiguri-তে এই নিয়োগটি করা হবে বলে অফিসিয়াল নোটিশ থেকে জানা গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই চাকরির বিস্তারিত তথ্য সম্পর্কে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে
(১) প্রাইমারি টিচার (PRT)
(২) কাউন্সেলর (Counsellor)
(৩) নার্স (Nurse)
(৪) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGTS: English, Hindi, Physics, Biology, Mathematics, Chemistry, Commerce, Economics, History Geography)
(৫) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT- Computer Science)
(৬) ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGTS: English, Hindi, Mathematics, Science, Social Science and Sanskrit)
(৭) গেমস কোচ (Games Coach)
(৮) যোগা ইনস্ট্রাকটার (Yoga Instructor)
শিক্ষাগত যোগ্যতা
(১) PGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.Ed করা থাকতে হবে।
(২) TGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে Bachelor Degree সহ CTET পাশ করে থাকতে হবে।
(৩) PGT (Computer Science) পদের ক্ষেত্রে B.E/ B.Tech সহ পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে।
(৪) Primary Teacher পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ সহ D.El.Ed করা থাকতে হবে।
(৫) Computer Instructor পদের ক্ষেত্রে B.E / B.Tech / BCA/MCA / M.Sc করা থাকতে হবে।
(৬) কাউন্সেলর পদের জন্য B.A/B.Sc সাইকোলজি করে থাকতে হবে।
(৭) নার্সের জন্য নার্সিং ডিপ্লোমা লাগবে।
আবেদন করবার প্রক্রিয়া
এখানে অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তাই ইচ্ছুক প্রার্থীদের আরা আলাদা করে আবেদন করার কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করিয়ে নিতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ
09.03.2023 এবং 10.03.2023 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান
Kendriya Vidyalaya Sevoke
Road, Salugara, Dist. – Jalpaiguri
West Bengal, 734008.
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ TELEGRAM: Join Now
📄 Official Notice: PDF Download
📝 Application Form: PDF Download
🌐 Official Website: Visit Now
Sarkari Update: Click Here