নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। এরই মধ্যে রাজ্যে রমরমিয়ে ছুটছে একের পর এক সুবিধাজনক প্রকল্পের ঘোড়া। ৫ টি বা ১০ টি না, এই মুহুর্তে রাজ্যে ৪০ টি প্রকল্পের সুবিধা মিলছে। কোন প্রকল্পে কত টাকা দিচ্ছে রাজ্য সরকার! চোখ বুলিয়ে নিন নীচে থেকে।
1. পশ্চিমবঙ্গ কৃষকবন্ধু স্কিম: যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তাদের জন্য 10,000 টাকা। যেসব কৃষকদের জন্য 1 একরের কম চাষযোগ্য জমি আছে তাদের জন্য 4,000 টাকা। কৃষকের অকালমৃত্যুর ক্ষেত্রে 2,00,000 টাকা।
2. পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প: বেকারত্ব ভাতা 1,500/- টাকা প্রতি মাসে।
3. পশ্চিমবঙ্গ রূপশ্রী প্রকল্প প্রকল্প: মেয়ের বিয়ের সময় 25,000 টাকা।
4 পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প প্রকল্প: উচ্চ মাধ্যমিক পাস করলে 18 থেকে 19 বছর বয়সী ছাত্রীদের 25,000 টাকা।
5. পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প: সাধারণ শ্রেণীর মহিলাদের 1,000 টাকা। তফসিলি জাতি/উপজাতি মহিলাদের 1,200 টাকা।
6. পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মানে স্কলারশিপ স্কিম: মেধাবী পড়ুয়াদের শ্রেণী অনুযায়ী প্রতি বছরে 10,000/- থেকে 60,000/- বৃত্তি।
7. পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্প: নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল।
8. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সাথী প্রকল্প: পরিবার প্রতি বছর 5,00,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা।
9. পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা প্রকল্প: ফসলের ক্ষতির ক্ষেত্রে আর্থিক সহায়তা।
10. পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম: শিক্ষা ঋণ ধার্য. 10,00,000/- টাকা।
11. পশ্চিমবঙ্গ আকাশশ্রী প্রকল্প: সংখ্যালঘু পড়ুয়াদের শ্রেণী অনুযায়ী প্রতি বছরে 1,100/- থেকে 33,000 টাকা বৃত্তি।
12. পশ্চিমবঙ্গ কর্ম সাথী প্রকল্প প্রকল্প: ব্যবসায়ীদের 2,00,000 টাকা পর্যন্ত লোন সহায়তা।
Read More: নগদ ৮০০ টাকা দেবে রাজ্য সরকার, মেধাশ্রীতে আবার আবেদন শুরু হলো
13..পশ্চিমবঙ্গ পেনশন প্রকল্প: বয়স্ক মানুষ, বিধবা মহিলা/মেয়ে, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ কৃষক, বয়স্ক জেলে, বয়স্ক SC এবং ST শ্রেণীর মানুষ, বৃদ্ধ বয়সের কারিগর এবং তাঁতি, লোক শিল্পীদের মাসিক 1,000 টাকা।
14. পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী প্রকল্প: 5ম থেকে 8ম শ্রেণীর SC/ST পড়ুয়াদের প্রতি বছর 800 টাকা।
15. পশ্চিমবঙ্গ বিনা মুল্য সামাজিক সুরক্ষা যোজনা: পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিকদের তহবিল সুবিধা, প্রতিবন্ধী সহায়তা, শিশুদের শিক্ষার জন্য সহায়তা, পরিবারকে মৃত্যু সহায়তা এবং আরও অনেক কিছু।
16: পশ্চিমবঙ্গ খাদ্য সাথী প্রকল্প: ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য।
17. পশ্চিমবঙ্গ আমার ফসল আমার গোলা স্কিম: ফসল সঞ্চয় ঘর নির্মাণের জন্য 25,000 টাকা পর্যন্ত।
18. পশ্চিমবঙ্গ অমর ফসল অমর গাড়ি স্কিম: একটি রিকশা বা ভেন্ডিং কার্ড এবং 6টি পলি ক্রেট কিনতে কৃষকদের 10,000 টাকা।
19. পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ভাতা প্রকল্প: ব্রাহ্মণদের প্রতি মাসে 1,500 টাকা।
20. পশ্চিমবঙ্গ বিধবা পেনশন প্রকল্প: যোগ্য বিধবা সুবিধাভোগীদের প্রতি মাস পেনশন 1,000 টাকা।
21. পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী পেনশন প্রকল্প: যোগ্য প্রতিবন্ধী সুবিধাভোগীদের প্রতি মাস পেনশন 1,000 টাকা।
22. পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্প: স্মার্টফোন বা ট্যাবলেট বা পিসি কেনার জন্য 10,000 টাকা।
23. পশ্চিমবঙ্গ তপসিলি বন্ধু প্রকল্প: পেনশন প্রতি মাসে 1,000 টাকা।
24. পশ্চিমবঙ্গ জয় জোহর স্কিম: যোগ্য ST সুবিধাভোগীদের প্রতি মাসে 1,000 টাকা।
25. পশ্চিমবঙ্গ মানবিক পেনশন স্কিম: যোগ্য প্রতিবন্ধী সুবিধাভোগীকে প্রতি মাসে 1,000 টাকা।
26. পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য পেনশন প্রকল্প: বয়স্ক কৃষকদের প্রতি মাসে 1,000 টাকা।
27. পশ্চিমবঙ্গ জেলেদের বার্ধক্য পেনশন প্রকল্প: বয়স্ক জেলেদের প্রতি মাসে 1,000 টাকা।
28. পশ্চিমবঙ্গ কারিগর এবং তাঁতি বৃদ্ধ বয়স পেনশন প্রকল্প: প্রতি মাসে 1,000 টাকা।
29..পশ্চিমবঙ্গ লোক প্রসার প্রকল্প প্রকল্প: লোক শিল্পীদের প্রতি মাসে 1,000 টাকা।
30. পশ্চিমবঙ্গ জয় বাংলা স্কিম: প্রতি মাসে 1,000 টাকা।
31. পশ্চিমবঙ্গ শিশু সাথী প্রকল্প: শিশুদের চিকিৎসা সুবিধা।
32..পশ্চিমবঙ্গ আকাঙ্ক্ষা হাউজিং স্কিম: নামমাত্র মূল্যে ফ্ল্যাট দেওয়া হবে।
33. পশ্চিমবঙ্গ গীতাঞ্জলি হাউজিং স্কিম: বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা।
34. পশ্চিমবঙ্গ সামাজিক মুক্তি প্রকল্প: অসংগঠিত শ্রমিকদের জন্য ভবিষ্য তহবিলে রাজ্য সহায়তা।
35. পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড স্কিম: যুবকদের ব্যবসা করার জন্য সরকারি সাহায্য।
36. পশ্চিমবঙ্গ চা সুন্দরী প্রকল্প: পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকদের বিনা খরচে বাড়ি নির্মাণ।
Read More: ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এর চাকরি! সরকারি অফিসে কর্মী নিয়োগ (Apply Now)
37. পশ্চিমবঙ্গ করমাঞ্জলি প্রকল্প: কম ভাড়ায় কর্মজীবী মহিলাদের হোস্টেল।
38. পশ্চিমবঙ্গ মৎস্যজীবী বন্ধু প্রকল্প: মৃত জেলে পরিবারকে ২ লাখ টাকা।
39. পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ক্রেডিট কার্ড স্কিম: জেলেরা 2,00,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন৷
40. পশ্চিমবঙ্গ সমুদ্র সাথী প্রকল্প: এপ্রিল ও মে মাসে মৎস্যজীবীদের প্রতি মাসে 5,000 টাকা সহায়তা।