What paper is needed to make a passport How much money does it cost
WhatsApp Group Join Now

যে দেশেই বসবাস করুন না কেন, নাগরিকদের জন্য সেই দেশের নথি থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভারতেও এরকম অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। যা প্রায় প্রতিটি মানুষেরই আছে। আর না থাকলে তো সমূহ বিপদ। তার মধ্যে একটি পাসপোর্ট। যদি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনার কাছে পাসপোর্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। নাহলে আপনি যেতে পারবেন না।

যদিও কিছু কিছু দেশ ভারতীয়দের পাসপোর্ট ছাড়াই এন্ট্রি দিচ্ছে। তবুও ব্রিটেন, আমেরিকার মতো দেশে যেতে হলে তো পাসপোর্ট লাগবেই। এটি পেতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন এবং এটি তৈরি করতে কত সময় লাগে তা জেনে নিন এখানে।

পাসপোর্ট তৈরির জন্য কোন নথিগুলি প্রয়োজন

পাসপোর্ট পেতে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। যেমন ঠিকানা প্রমাণ, জন্ম সার্টিফিকেট, আইডি প্রুফ এবং আপনার প্রুফ ইত্যাদি। আর এই প্রমাণপত্র গুলো দেওয়ার জন্য আপনাকে কোন কোন নথি ব্যবহার করতে হবে, তা রইল নিম্নলিখিত।

1) ঠিকানা প্রমাণ হিসাবে: ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিল, ভাড়া চুক্তি, টেলিফোন বিল, জল বিল, গ্যাস সংযোগ বিল বা আপনার অ্যাকাউন্টের পাসবুক (এর মধ্যে যেকোনো একটি) দিতে পারেন।

2) আইডি প্রমাণ হিসাবে: আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মতো নথিগুলির মধ্যে একটি দিতে হবে আপনাকে।

WhatsApp Group Join Now

3) আর আবেদন করার সময় সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে ভুলবেন না।

4) সেইসাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট। 

Read More: ৫ টি বা ১০ টি না! এখন ৪০ টি প্রকল্পের সুবিধা মিলছে রাজ্যে, কি কি দেখুন

পাসপোর্ট তৈরির পর এটি হাতে পেতে কত সময় লাগে?

1) পাসপোর্ট তৈরির আবেদনের পর সাধারণত, একটি পাসপোর্ট হাতে পেতে 30 থেকে 45 দিন সময় লাগে।

2) কিন্তু আপনি যদি তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে 7 থেকে 14 দিনের মধ্যে পেয়ে যাবেন।

পাসপোর্ট তৈরিতে কত খরচ হয়?

1) একটি সাধারণ পাসপোর্টের জন্য 1500 থেকে 2000 টাকা পর্যন্ত খরচ হয়।

2) তৎকাল পাসপোর্টের জন্য আপনাকে 3500 টাকা দিতে হবে।

Read More: ছুটির নিয়ম বদলালো সরকারি কর্মীদের, তবে এরসাথে ১ টি খুশির খবরও রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *