লোকসভা ভোট শেষ। কেন্দ্র, রাজ্য সরকারগুলো আমজনতার জন্য একের পর এক নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এদিক কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই নারীদের ক্ষমতায়নকে বিশেষ প্রাধান্য দিয়েছে। দেশের মহিলাদের জন্য অনেকগুলি প্রকল্প পরিচালনা করছে কেন্দ্র, যার লক্ষ্য মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। এরকম অনেক স্কিম আছে যা শুধুমাত্র মহিলাদের জন্য চালু রয়েছে। জেনে নেওয়া যাক এই সমস্ত স্কিমের নাম।
মহিলা সমৃদ্ধি যোজনা থেকে মুদ্রা যোজনা পর্যন্ত, অনেকগুলি প্রকল্প মহিলাদের অগ্রগতি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু অনেক মহিলাই এটি সম্পর্কে সচেতন নয় যার কারণে তাঁদের কাছে এই প্রকল্পগুলি বৃথাই রয়ে গিয়েছে। তাই আর দেরি না করে লোকসভা ভোটের আগেই প্রতিটি প্রকল্পের সুবিধা নিতে শুরু করুন।
1) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য 1 মে, 2016-এ চালু করেছিল এই স্কিম। চুলায় কাঠ এবং কয়লা জ্বালিয়ে খাবার রান্না করা মহিলাদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের মহিলাদের রান্নার গ্যাস সরবরাহ করে থাকেন এই প্রকল্পের অধীনে। গ্রামীণ এবং শহর উভয় এলাকায় বসবাসকারী বিপিএল পরিবার এই সুবিধা পেতে পারে।
2) লাখপতি দিদি যোজনা
মেয়েদের স্বাবলম্বী করে তুলতে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং দিচ্ছে কেন্দ্র। মহিলারা এই স্কিমের অধীনে অনেক কিছু শিখতে পারবেন। এই স্কিল কাজে লাগিয়ে পরবর্তীতে চাকরি পেতে পারবেন।
3) মুদ্রা ঋণ প্রকল্প
এই প্রকল্পেরও সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার লক্ষ্য দেশে নারী ব্যবসায়ীর সংখ্যা বাড়ানো। এর মাধ্যমে নারীরা ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প শুরু করতে পারব্দন। এই প্রকল্পে মহিলারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণও নিতে পারবেন।
4) মহিলা সমৃদ্ধি যোজনা
মহিলাদের শক্তিশালী করতে এবং আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার মহিলা সমৃদ্ধি যোজনা চালাচ্ছে। এই প্রকল্পের অধীনে মহিলারা সহজেই 1.40 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। শুধু তাই নয়, নারীদের ঋণের সুদেও ছাড় দেওয়া হয় এই প্রকল্পে। যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম, তাঁরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।
5) প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
কেন্দ্রীয় সরকারও গর্ভবতী মহিলাদের জন্য অনেক পরিকল্পনা শুরু করেছে। যার মধ্যে একটি হল মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পের অধীনে, সরকার গর্ভবতী মহিলাদের জন্য 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। সরকার এই টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায়। অপুষ্টিতে ভুগছে এমন শিশুর জন্মের সমস্যার কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের জন্য, গর্ভবতী মহিলাদের বয়স 19 বছরের কম হলে চলবে না।
Read More: পেট্রোল খরচের চিন্তা নেই! TVS iQube ব্যাটারির স্কুটার, দাম কত দেখুন
শুধু তাই নয়, নারীরা যাতে সারা বছর শুধু এলপিজি গ্যাস ব্যবহার করেন, তা নিশ্চিত করতে সরকার ভর্তুকিতে গ্যাস সিলিন্ডার দেয়। এছাড়াও সংযোগ নেওয়ার জন্য 1,600 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যাতে তাঁরা গ্যাস সংযোগ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলিও সহজেই কিনতে পারেন। সরকার গ্যাসের চুলা কেনার জন্য EMI সুবিধাও প্রদান করে বলে জানা গিয়েছে।