WhatsApp Group Join Now

1/7: শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে আরও আধুনিক করে তোলার লক্ষ্যে এবার নতুন উদ্যোগ নিল রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, কলকাতার জোকায় অবস্থিত আই আই এম ক্যাম্পাসে রাজ্যের কিছু স্কুলের শিক্ষকদের ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে

2/7: মূলত ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার সাথে সাথে ম্যানেজমেন্টে কীভাবে দক্ষতা বাড়ানো যায়, সেটাই শেখানো হবে আই আই এম জোকায়। গত শুক্রবার সংসদের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

3/7: এই প্রশিক্ষণটি চালু করার উদ্যোগ সংসদের তরফে নেওয়া হলেও আই আই এম কলকাতাও এখানে সমান ভাবে সহায়তা করছে। এই কর্মসূচিতে একটি বড় ভূমিকা পালন করছে রাজ্যের শিক্ষা দফতরও। আর্থিক দিকটির দায়িত্ব নিয়েছে শিক্ষা দফতর। ম্যানেজমেন্ট সংক্রান্ত এই কর্মসূচিটি দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

4/7: সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের প্রায় 2000 টি স্কুল থেকে বেশ কিছু প্রধান শিক্ষকদের নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচন করার বিষয়টির ক্ষেত্রে গত কয়েক বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টকে প্যারামিটার হিসেবে ধরা হয়েছে।

5/7: জানানো হয়েছে আই আই এম কলকাতার সহযোগীতায় প্রশিক্ষণের প্রথম ব্যাচটি শুরু হবে 140 জন প্রধান শিক্ষককে নিয়ে। দুই দিন ব্যাপী এই কর্মশালা হবে। জোকাতে অবস্থিত আইআইএম কলকাতার ক্যাম্পাসে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হবে।

6/7: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান শিক্ষকদের মূলত নেতৃত্ব ও ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। স্কুল চালানোর জন্য ঠিক কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, সমস্যা দেখা দিলে কীভাবে তার মোকাবিলা করতে হবে ইত্যাদি বিষয় নিয়েই কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হবে প্রধান শিক্ষকদের।

WhatsApp Group Join Now

7/7: কিন্তু হঠাৎ করেই পর্ষদের এমন উদ্যোগ নেওয়ার কারণ কী? আসলে 2023-24 শিক্ষাবর্ষের বার্ষিক কর্মসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। সেই বিজ্ঞপ্তিতে 2024 সালের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন জানানো হয়েছে। এর সাথে সাথেই উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে আগামী 17 এবং 18 জুন বলেও জানানো হয় সংসদের তরফে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চাকরি! খুশি মুখ্যমন্ত্রী মমতা

👉 জুলাই মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে! ছুটির তালিকা দেখুন

👉 মোদির এই প্রকল্পে নাম লিখিয়ে পেয়ে যান ৫ লাখ টাকার সুবিধা

👉 পঞ্চায়েত ভোটের আগেই করুন ভোটার কার্ডের এই কাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *