1/7: বেকারদের কর্মসংস্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরুপের তাস হয়ে উঠেছে উৎকর্ষ বাংলা প্রকল্প (Utkarsh Bangla Prakalpa)। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে প্রতিনিয়ত নানান ক্ষেত্রে চাকরি পাচ্ছে ছেলেমেয়েরা। উৎকর্ষ বাংলা প্রকল্পের এই সাফল্যে বেশ খুশি স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে এই প্রকল্পের কার্যকারিতা আরও বাড়াতে সম্প্রতি তাঁর নির্দেশে একাধিক পদক্ষেপ করা হয়েছে।
2/7: রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের অধীনে চলছে উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের বিভিন্ন বিষয়ের উপর কারিগরি প্রশিক্ষণ দিয়ে বাজারের উপযুক্ত করে তোলা হয়। অর্থাৎ বিভিন্ন বেসরকারি সংস্থায় ঠিক যে ধরনের কারিগরি বিষয়ে দক্ষ কর্মীর প্রয়োজন হয় উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে (VCT) ঠিক সে ভাবেই ছেলেমেয়েদের উপযুক্ত করে গড়ে তোলা হয়।
3/7: অষ্টম বা দ্বাদশ শ্রেণি পাশ করে কেউ আর্থিক কারণে আবার অনেকেই চিরাচরিত পথে পড়াশোনায় উৎসাহ হারিয়ে বেকার হয়ে বসে থাকে। এতে রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। অনেকে আবার চিরাচরিত পথে পড়াশোনা করে স্নাতক হলেও বাজারে কাজের ধরন বদলে যাওয়ায় সঠিকভাবে চাকরি পাচ্ছিলেন না। এই অবস্থায় রাজ্যের বেকার ছেলেমেয়েদের গড়েপিঠে নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করে দিতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই কারিগরি শিক্ষা দফতরের অধীনে চালু হয় এই উৎকর্ষ বাংলা প্রকল্প।
4/7: অটোমোবাইল, টেক্সটাইল, কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং, কৃষি প্রশিক্ষণ, কনস্ট্রাকশন, প্রিন্টিং সহ নানান বিষয়ের উপর ৪২ টি কোর্স পড়ানো ও প্রশিক্ষণ দেওয়া হয় উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে। এই কোর্সগুলির মেয়াদ সাধারণত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হয়ে থাকে।
5/7: সরকারি সহায়তায় এই প্রকল্প চলায় এর কোর্স ফি যেমন কম হয় তেমনই বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত মানলে প্রায় বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়া যায়। হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পর রাজ্য সরকারের উদ্যোগে প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়।
6/7: উৎকর্ষ বাংলা প্রকল্পের প্লেসমেন্টে বিভিন্ন বহুজাতিক সংস্থা এসে কর্মী নিয়োগ করে। সম্প্রতি এই প্রকল্পে রাজ্য ও ভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় ১,১০০ বেকারের চাকরি হয়েছে। তবে কর্মসংস্থানের গতি আরও বাড়াতে প্রতিটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে একজন করে প্লেসমেন্ট কো-অর্ডিনেটর রাখার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা দফতর।
7/7: এ বিষয়ে ইতিমধ্যে চিঠি চলে গিয়েছে। সেই কাজ শুরুও হয়েছে। সূত্রের খবর, রাজ্যের বেকার সমস্যা দূর করতে উৎকর্ষ বাংলা প্রকল্পের উপর আরও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগে আগামী দিনে আরও বেশি সংখ্যক সংস্থা উৎকর্ষ বাংলা প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করবে বলে জানা গিয়েছে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 পুরোনো ৫ টাকার কয়েন নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল RBI
👉 সোনার গয়না নিয়ে কড়া নিয়ম চালু করল সরকার
👉 আপনার আধার কার্ড ১০ বছরের পুরোনো হলে ফ্রিতে করুন এই কাজ
👉 মোদির এই প্রকল্পে নাম লিখিয়ে পেয়ে যান ৫ লাখ টাকার সুবিধা
👉 আধার কার্ডে থাকা QR কোডের কাজ কী?