1/6: জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আর তা হাতে আসতেই ফের ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের। কারণ আগামী মাসের অর্ধেক দিনই বন্ধ থাকছে ব্যাংকের দরজা! স্বাভাবিকভাবেই অল্প সময়ে সব কাজ সারতে গিয়ে ব্যাঙ্কে লম্বা লাইনের মুখে পড়তে হতে পারে গ্রাহকদের।
2/6: বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্কিং কাজ বাড়িতে বসেই অনলাইনে করা সম্ভব। কিন্তু এখনও চেক বইয়ের জন্য আবেদন, অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা মেটানোর মতো এমন কিছু ব্যাঙ্কিং কাজ থাকে যা শাখায় গিয়েই সারতে হয়। তাছাড়া এবার শুরু হয়েছে ২০০০ টাকার নোট বদল প্রক্রিয়া, যা ব্যাঙ্কের শাখায় গিয়েই করতে হবে। ফলে জুলাই মাসে কম দিন ব্যাঙ্ক খোলা থাকলে এই সকল গ্রাহক যে অসুবিধার মুখে পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না।
3/6: বিশেষ করে যারা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করেন না তাঁদের কাছে টাকা তোলা, জমা করা, চেক বইয়ের জন্য আবেদন জানানো সব কিছুতেই ভরসা ব্যাঙ্কের শাখা। এদেশের বেশিরভাগ প্রবীণ নাগরিক আজও অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থায় ঠিক সড়গড় নন। তাঁরা ব্যাঙ্কের শাখায় গিয়েই প্রয়োজনীয় কাজ সারতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
4/6: কিন্তু আগামী জুলাই মাসে দেশের ব্যাঙ্ক বন্ধ থাকার বা ব্যাঙ্কের ছুটির যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে গ্রাহকদের মাথায় হাত পড়ার জোগাড়। কারণ জুলাই মাসে ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
5/6: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। সেখানে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি কদিন বন্ধ থাকবে তা জানিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি সহ মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। উল্লেখ্য, প্রতি রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও জাতীয় ছুটির পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব এবং দিনগুলিতেও ব্যাঙ্ক ছুটি থাকে।
6/6: তবে জুলাই মাসে যতদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে তার মধ্যে শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে কম। তবে এতো বেশি দিন ব্যাঙ্ক ছুটি থাকায় মাস পড়ার আগেই জরুরি কাজ সম্ভব হলে ব্যাঙ্কে গিয়ে সেরে ফেলুন। কারণ একটি মাসের মধ্যে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার অর্থ বাকি দিনগুলিতে গ্রাহকদের অত্যাধিক ভিড় হবে ব্যাঙ্কের শাখায়। তাছাড়া ২০০০ টাকার নোট বদলের জন্য এমনিতেই ভিড় হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের শাখায়।
জুলাই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার তালিকা
২ জুলাই: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
৫ জুলাই (বুধবার): গুরু হরগোবিন্দজীর জন্মদিন (জম্মু ও শ্রীনগর জোনের ব্যাঙ্ক বন্ধ)
৬ জুলাই (বৃহস্পতিবার): MHIP দিবস (মিজোরামে ব্যাঙ্ক বন্ধ)
৮ জুলাই: দ্বিতীয় শনিবার (সারাদেশেই ব্যাঙ্ক ছুটি)
৯ জুলাই: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
১১ জুলাই (মঙ্গলবার): কের পুজো (ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)
১৩ জুলাই (বৃহস্পতিবার): ভানু জয়ন্তী (সিকিমে ব্যাঙ্ক বন্ধ)
১৬ জুলাই: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)
১৭ জুলাই (সোমবার): U Tirot Sing দিবস (মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
২১ জুলাই (শুক্রবার): Drukpa Tshe-zi-এর জন্য (সিকিমে ব্যাঙ্ক বন্ধ)
২২ জুলাই: চতুর্থ শনিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি থাকবে)
২৩ জুলাই: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি থাকবে)
২৯ জুলাই (শনিবার): মহররম (সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
৩০ জুলাই: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি থাকবে)
৩১ জুলাই (সোমবার): শহিদ দিবস (হরিয়ানা ও পঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ব্যাঙ্কের এতগুলো ছুটির জন্য যাতে আপনাকে সমস্যায় পড়তে না হয় তাই মাস পড়ার আগেই ব্যাঙ্ক সংক্রান্ত কাজ নিয়ে পরিকল্পনা সেরে ফেলুন।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চাকরি! খুশি মুখ্যমন্ত্রী মমতা
👉 পুরোনো ৫ টাকার কয়েন নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল RBI
👉 পঞ্চায়েত ভোটের আগেই করুন ভোটার কার্ডের এই কাজ
👉 সর্বপ্রথম ইনি আধার কার্ড পেয়েছিলেন