PNB Scholarship Apply 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PNB Scholarship Apply 2024: ভালো করে পড়াশোনা করে 60 শতাংশ নম্বর পেলেই কিস্তিমাত। নবম শ্রেণী থেকে মেধাবী পড়ুয়াদের পড়াশোনার গুরুভার নিজের কাঁধে তুলে নিচ্ছে PNB। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও মেধাবী পড়ুয়ার পছন্দের কোর্সের খরচও দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোনও লোন নয়, স্কলারশিপ পাবেন পড়ুয়ারা, পুরোপুরি 40,000 টাকা। আবেদন করুন সমস্ত শর্ত জেনে ও মেনে। আবেদন কত তারিখ চলবে তা জানতে ওয়েবসাইটে ঘুরে আসবেন।

কে কত টাকা পাবে?

  • নবম শ্রেণী – বার্ষিক 5000 টাকা
  • দশম শ্রেণী – বার্ষিক 5000 টাকা
  • 11 তম শ্রেণী – বার্ষিক 6250 টাকা
  • 12 তম শ্রেণী – বার্ষিক 6250 টাকা
  • BE/BTech – বার্ষিক 40000 টাকা
  • আন্ডার গ্র্যাজুয়েট – বার্ষিক 30000 টাকা
  • স্নাতকোত্তর – বার্ষিক 40000 টাকা
  • ME/MTech – বার্ষিক 40000 টাকা
  • ITI (23-24) – বার্ষিক 15000 টাকা
  • ডিপ্লোমা – বার্ষিক 25000 টাকা

টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড

9ম শ্রেণীর জন্য

1) 8ম শ্রেণীতে শিক্ষার্থীদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

11 তম এবং 12 তম শ্রেণির জন্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1) 10ম শ্রেণীতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

দশম শ্রেণীর জন্য

1) 9ম শ্রেণীতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

BE/BTech ছাত্রদের জন্য

1) ছাত্রদের অবশ্যই 10 তম এবং 12 শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর ও একটি ডিপ্লোমা থাকতে হবে।

2) আবেদনকারীর বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

ITI (2024) এর জন্য

1) 10ম শ্রেণীতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

ডিপ্লোমা

1) 10ম শ্রেণীতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

ME/MTech ছাত্রদের জন্য

1) 10ম, 12ম, স্নাতক এবং ডিপ্লোমাতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

স্নাতকোত্তর ছাত্রদের জন্য

1) 10ম, 12ম, স্নাতক এবং ডিপ্লোমাতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের জন্য

1) 10ম, 12ম, স্নাতক এবং ডিপ্লোমাতে ছাত্রদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।

2) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কোন কোন কাগজপত্র লাগবে?

1) আবেদনকারীর ছবি

2) পরিচয় প্রমাণ

3) ঠিকানার প্রমাণ

4) আয়ের প্রমাণপত্র

5) স্টুডেন্ট ব্যাংক পাসবুক

6) গত শিক্ষাবর্ষের মার্কশিট

7) চলতি বছরের ফি রসিদ

8) পড়াশোনায় ভর্তির চিঠি

10) সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট

কীভাবে আবেদন করবেন?

1) আপনাকে প্রথমে PNB হাউজিং ফাইন্যান্স ওয়েবসাইটে যেতে হবে।

2) আপনার স্ক্রিনে হোম পেজ খোলার পর স্কলারশিপের তালিকা খুলবে।

3) আবেদন অপশনে ক্লিক করতে হবে।

4) স্ক্রিনে লগইন স্ক্রিন খুললে সেখানে আপনাকে রেজিস্টার নাউ বাটনে ক্লিক করতে হবে।

5) যা যা তথ্য চাইবে সব লিখে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিজেকে নিবন্ধন করুন।

6) এবার আপনাকে আপনার নিবন্ধন বিবরণ ব্যবহার করে লগ ইন করতে হবে এবং তারপরে সমস্ত নির্ভুল তথ্য বৃত্তির জন্য আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

7) ফর্মটি পূরণ হলে ‘Submit’-এ ক্লিক করে জমা দিয়ে দেবেন।

নির্বাচন প্রক্রিয়া কেমন

1) শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে নির্বাচন করা হয়।

2) বৃত্তির টাকা দেওয়ার আগে সবটা যাচাই বাছাই করে পড়ুয়াদের ইন্টারভিউ রাউন্ডের জন্য উপস্থিত হতে হবে।

3) এরপর বৃত্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠান।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ইশান উদয় স্কলারশিপে ৫৪০০ ও ৭৮০০ টাকা দেবে সরকার, কারা আবেদন করবে?

👉 বাড়ি থেকে ভোট দেওয়া যাবে, ৫ দিন আগে এই ফর্ম জমা দিন

👉 ১ মাসের মধ্যে HRA মেটাতে হবে রাজ্যকে, আদালতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার

👉 শান্তি পেল ১ কোটিরও বেশি সরকারি কর্মীরা! একসাথে এত কিছু বাড়লো 

👉 ফ্রিতে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, যদি এই কার্ড থাকে 

👉 মেয়েদের আর অবহেলা নয়! এইভাবে পেতে পারেন ৩১ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *