It takes 100 rupees to apply for CAA even then you have to pay this much
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত মঙ্গলবার, অর্থাৎ ১২ মার্চ, ২০২৪ তারিখ থেকে CAA-এর ভিত্তিতে অনলাইনে দেশের নাগরিকত্বের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তার আগের দিন, অর্থাৎ ১১ মার্চ সংসদে আইন পাস হওয়ার দীর্ঘ চার বছর পর দেশজুড়ে লাগু করা হয়েছে Citizenship Amendment Act বা CAA.

এর ফলে প্রতিবেশী তিন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব পাওয়ার পথ অনেক সহজ হয়ে গিয়েছে। যদিও CAA আইন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। এরই মধ্যে অনেকেই কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে এর মাধ্যমে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানানোর কথা ভাবছেন। তাঁদের জন্যই আজকের এই প্রতিবেদনটা। কীভাবে CAA-এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন? এর জন্য কত টাকা দিতে হবে? সবকিছুই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

সাধারণত ভারতে আশ্রয় নেওয়ার শরণার্থীদের এর আগে নাগরিকত্ব দেওয়ার নিয়ম ছিল- এদেশে টানা ১ বছর থাকতে হবে এবং শেষ ১৫ বছরের মধ্যে ১১ বছর বসবাস করতে হবে। কিন্তু CAA-তে ওই তিন দেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ১১ বছরের সময়সীমাটা কমে মাত্র ৫ বছর করা হয়েছে।

যদিও বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যদি কোন‌ও মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হয়ে ভারতে এসে আশ্রয় নেন তবে তিনি CAA-র অধীনে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন না। তাঁকে পুরানো আইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।

CAA-তে আবেদন করতে কত টাকা লাগবে?

১/৫: CAA-র মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া প্রতিবেশী তিন রাষ্ট্রের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন পোর্টাল খুলেছে। সেই পোর্টালে অনলাইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে।

২/৫: Citizenshiponline.nic.in – এই পোর্টালে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এদেশে এসে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিশ্চান, জৈন, শিখ ও পার্সি-রা নিজেদের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩/৫: প্রতিবেশী তিন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্বের আবেদনের সময় পোর্টালেই অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে ১০০ টাকা দিতে হবে

৪/৫: এই ক্যাটাগরির বাইরে অন্য কেউ যদি CAA-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন জানান তবে তাঁদের ৫০০ টাকা একইভাবে জমা দিয়ে আবেদন করতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে তাঁদের আরও ৫,০০০ টাকা জমা দিতে হবে

৫/৫: নাগরিকত্বের এই পোর্টালে কমপক্ষে ৭ রকম ফর্ম আছে। এক একটা শ্রেণির জন্য আলাদা আলাদা ফর্ম। যেমন শিশুদের নাগরিকত্বের জন্য পৃথক ফর্ম। আবার কারোর মা-বাবা’র মধ্যে কোন‌ও একজন ভারতীয় নাগরিক হওয়ায় তিনি যদি এদেশের নাগরিকত্ব পেতে চান তাহলে আলাদা ফর্ম ফিলাপ করতে হবে।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 শুধু DA তেই শেষ না! সরকারি কর্মীদের জন্য ৩ টে সুখবর

👉 ১০০০ টাকার গল্প শেষ! এবার এই প্রকল্পে ১৫০০ টাকা দেবে সরকার

👉 দেশজুড়ে লাগু হলো CAA, এইভাবে আজ থেকেই আবেদন শুরু

👉 রেলের সংস্থা IRCTC-তে কাজের সুযোগ, খুব শীঘ্রই আবেদন শেষ হয়ে যাবে

👉 এক ধাক্কায় ১৭% বেতন বেড়ে গেল, লাভবান হবেন এই ৪ লাখ কর্মচারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *